ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রুটের সঙ্গে কোনো শত্রুতা নেই অ্যান্ডারসনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৮ মে ২০২২   আপডেট: ১৮:৪০, ১৮ মে ২০২২
রুটের সঙ্গে কোনো শত্রুতা নেই অ্যান্ডারসনের

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল থেকে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের বাদ পড়া হইচই ফেলে দিয়েছিল ইংলিশ ক্রিকেটে। কেন তাদের রাখা হয়নি, সেটা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। কিন্তু এ কারণে তৎকালীন অধিনায়ক জো রুটের ওপর অ্যান্ডারসনের রাগ ছিল, সেটা প্রকাশ পায় তার পদত্যাগের পর চলতি মাসে দেওয়া এক সাক্ষাৎকারে।

মে মাসের শুরুর দিকে বিবিসিকে অ্যান্ডারসন বলেছিলেন, রুটের সঙ্গে তার সম্পর্ক সবসময় সৌহার্দপূর্ণ ছিল, কিন্তু দুজনের মধ্যে আর বন্ধুত্ব নেই। অবশ্য নিউ জিল্যান্ড সিরিজের জন্য প্রথম দুই টেস্টের দলে ডাক পাওয়ার পর অ্যান্ডারসন জানিয়ে দিলেন, তাদের মধ্যে কোনো শত্রুতা নেই।

ইংল্যান্ডের শীর্ষ টেস্ট উইকেটশিকারি বলেছেন, ‘আমরা কথা বলি, আমাদের সম্পর্কে চিড় ধরেনি। হ্যাঁ, আমরা চ্যাটও করি। সে পদত্যাগ ঘোষণা করার আগেও আমি তার সঙ্গে কথা বলেছিলাম। আমাদের পরস্পরের প্রতি এখনও অনেক শ্রদ্ধা রয়েছে, কোনো শত্রুতা নেই।’

আগামী ২ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম দুটি টেস্টের জন্য দলে ফেরানো হয়েছে অ্যান্ডারসনের সঙ্গে ব্রডকেও।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়