ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিভার্স সুইপ আমার পছন্দের, ভবিষ্যতেও বিরত থাকব না: মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১৮ মে ২০২২   আপডেট: ২১:২১, ১৮ মে ২০২২
রিভার্স সুইপ আমার পছন্দের, ভবিষ্যতেও বিরত থাকব না: মুশফিক

৪৪৯ মিনিট ক্রিজে থেকে ২৮২ বল খেলে ১০৫ রান করেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তার পাওয়া সেঞ্চুরিটি ক্যারিয়ারের মন্থরতম। ধীরস্থির থেকে, কোনো ঝুঁকি না নিয়ে ইনিংস মেরামত করেছেন। 

এ ইনিংস খেলার পথে মুশফিক প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫ হাজার টেস্ট রানের রেকর্ডও গড়েছেন। এমন স্মরণীয় দিনে তার সামনে গত কয়েকদিন ধরেই বিতর্কের উর্ধ্বে তার রিভার্স সুইপ শট নিয়ে প্রশ্ন উঠল। 

দক্ষিণ আফ্রিকা সফরে দল যখন খাদের কিনারায় তখন রিভার্স সুইপ করে বোল্ড হন মুশফিক। বিরতির ঠিক ৫ মিনিট আগে তার এই শটে বাংলাদেশ পথ হারায়। তাতে সমালোচনায় বিদ্ধ হন মুশফিক। দলের টিম ডিরেক্টর, কোচ রাসেল ডমিঙ্গো সমালোচনা করেন। তবে পাশে পেয়েছিলেন অধিনায়ক মুমিনুল হককে। তবে ম্যাচ পরিস্থিতিতে এই শট খেলার আহ্বান ছিল তার।  

দীর্ঘদিন পর গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় স্বাভাবিকভাবেই তার রিভার্স সুইপ নিয়ে প্রশ্ন উঠত। একটু দেরীতে হওয়ায় মুশফিক নিজেও যেন অবাক,‘আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে - সুইপ শট খেলে আউট হলেন (হাসি)।’ 

‘আর, একটা জিনিস বলি, আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফল ভাবে খেলেছি। এটা আমি একটু বলে রাখতে চাই। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন ওই দুটো দুইশোতে তিন চারটা রিভার্স সুইপ করা আছে। নিশ্চিতভাবে আমি মনে করি এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে হাই রিস্ক শটও। তবুও আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না।’ 

চট্টগ্রামে মুশফিক নিজের ম্যারাথন ইনিংস সাজানোর পথে কোনো রিভার্স সুইপ খেলেননি। তবে সুইপ খেলেছেন অহরহ। আবার আউট হয়েছেন সুইপ খেলতে গিয়ে। রিভার্স সুইপ নিয়ে মুশফিকের ব্যাখ্যা,‘এটা ডিপেন্ড করে উইকেট কেমন তার ওপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন সেখানে তো আর অন্য শট খেলার কোনো প্রশ্নই উঠে না। আর আমি মনে করি এটা খুব ভালো উইকেট এবং ব্যাটিং বান্ধব উইকেট। এখানে যদি ডিফেন্স ভালো করেন তাহলে স্ট্রেইট ব্যাটে ভাল খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না।’ 

দেশের হয়ে আরো লম্বা সময় টেস্ট খেলার আগ্রহ মুশফিকের,‘আমার ইচ্ছে ছিল যে, যত বেশিদিন টেস্ট ক্রিকেট খেলতে পারি এবং বড় বড় অর্জন যেন করতে পারি। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। আলহামদুলিল্লাহ যে জায়গায় আছি, হয়তো বা আরও ভালো করতে পারতাম। ভালোর তো আসলে শেষ নেই। কিন্তু তারপরও যে জায়গায় এখন আছি আলহামদুলিল্লাহ। টেস্ট ক্রিকেট আমার প্রয়োরিটি। আমি দীর্ঘ সময় এখানে খেলতে চাই।’

চট্টগ্রাম/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়