ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শরিফুলের বদলি কাউকে নেয়নি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৯ মে ২০২২   আপডেট: ১৫:৪৩, ১৯ মে ২০২২
শরিফুলের বদলি কাউকে নেয়নি বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট স্কোয়াড থেকে পেসার শরিফুল ইসলাম ছিটকে গেলেও ঢাকা টেস্টে তার বদলে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি।

স্কোয়াডে চার পেসার থাকায় কাউকে নেওয়ার প্রয়োজন অনুভব করছেন না নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘স্কোয়াডে আমাদের খেলানোর মতো চারজন পেসার আছে। এই মুহূর্তে কাউকে নেওয়ার প্রয়োজন অনুভব করছি না। যদি টিম ম্যানেজমেন্টের পরবর্তীতে কাউকে প্রয়োজন হয়, তখন নেওয়া হতে পারে।’

শরিফুলের সঙ্গে চট্টগ্রামে খেলেছেন পেসার খালেদ আহমেদ। একাদশের বাইরে রয়েছেন ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহীদুল ইসলাম। তাদের মধ্যে থেকে যে কারো সুযোগ হতে পারে ঢাকায়। 

২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

ঢাকা টেস্টের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন চৌধুরী, শহীদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়