ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুশফিককে দিনেশ কার্তিকের অভিনন্দন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৯ মে ২০২২   আপডেট: ১৩:৫২, ১৯ মে ২০২২
মুশফিককে দিনেশ কার্তিকের অভিনন্দন

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানো মুশফিকুর রহিমকে অভিনন্দন জানালেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন এই মাইলফলকে পৌঁছান মুশফিক। তামিম ইকবাল সবার আগে এই কীর্তি গড়ার পথে থাকলেও ক্র্যাম্পের কারণে রিটায়া্ড হার্ড হন, সেই সুযোগে মুশফিক এই অর্জনে নাম লেখান।

চারটি চারে ২৮২ বলে ১০৫ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান। তার এই সাফল্যে অভিভূত কার্তিক। আইসিসি রিভিউয়ের সবশেষ পর্বে তিনি বলেছেন, ‘যে কোনো ব্যাটসম্যানের জন্য পাঁচ হাজার টেস্ট রান করা চমৎকার অর্জন। সে যা করেছে, সেটা ফেনোমেনাল। যখন আপনি একজন পতাকাবাহক কিংবা একজন মশালবাহক হন অথবা কিছু প্রথমে করেছেন, তখন সবসময় আপনাকে সম্মানের চোখে দেখা হয় এবং মুশফিকুর রহিমের ক্ষেত্রেও সেটা হয়েছে।’

৮১ টেস্টে এই কীর্তি গড়া ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে ভারতের এই তারকা বলেছেন, ‘দেশটির অনেক তরুণ তার সমকক্ষ হওয়ার চেষ্টা করে এবং সত্যিই তাকে একজন খেলোয়াড় হিসেবে উপভোগ করে। সে খুব ধারাবাহিক এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে স্কোর করেছে অনেক। দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভালো অবস্থানে থাকার জন্য নিজেকে প্রমাণ করেছেন। তাই আমি মনে করি সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়