ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শোয়েব জানতো, সে বল চাকিং করছে: শেবাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৯ মে ২০২২  
শোয়েব জানতো, সে বল চাকিং করছে: শেবাগ

শোয়েব আখতার যখন বোলিং প্রান্তে, তখন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের বুক কাঁপা ছিল স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ দ্রুতগতির বোলারের মুখোমুখি হওয়ার পর এই অনুভূতির কথা স্বীকার করলেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ এবং একই সঙ্গে পাকিস্তানি পেসারের বিরুদ্ধে তুললেন মারাত্মক অভিযোগ।

শেবাগের দাবি, শোয়েব বল করার সময় তার কনুই ভাঙত এবং বল ছুড়ে মারতেন, মানে চাকিং করতেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বোলিং অ্যাকশন নিয়ে কখনও কখনও অভিযোগ উঠেছে। তবে একইভাবে নিজের মতো করে দ্রুতগতিতে ব্যাটসম্যানদের বুক কাঁপিয়েছেন শোয়েব।

ভারতীয় টিভি শো ‘হোম অব হিরোস’-এ আলাপকালে শেবাগ বললেন, ‘শোয়েব জানতো, তার কনুই ভাঙতো। সে এটাও জানতো যে সে চাকিং করছে। কেন তাকে আইসিসি নিষিদ্ধ করল না?’

শোয়েবকে অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির সঙ্গে তুলনা করেছেন শেবাগ এবং জানিয়েছেন, লির বল বোঝা সহজ ছিল। সাবেক ভারতীয় ওপেনার বলেছেন, ‘ব্রেট লির হাত সোজা নিচের দিকে নামতো, তাই তার বল বোঝা সহজ ছিল। কিন্তু শোয়েবের ক্ষেত্রে, আপনি কখনও বুঝতে পারবেন না কোথায় তার হাত এবং বল কোথায় থেকে আসবে।’

পাকিস্তানি পেসারকে মোকাবিলা করতে গিয়ে আতঙ্কিত থাকতেন শেবাগ, ‘আমি কখনও ব্রেট লির মুখোমুখি হতে ভয় পেতাম না, কিন্তু শোয়েবকে ভয় পেতাম। আমি তাকে বিশ্বাস করতে পারতাম না যে তাকে দুটি চার মারার পর সে কী করতে যাচ্ছে। হয়তো একটি বিমার কিংবা গোড়ালি তাক করা ইয়র্কার।’

পাকিস্তানের বিপক্ষে বেশ দাপুটে ছিলেন শেবাগ। তাদের বিপক্ষে ৯ টেস্ট খেলে ৯১.১৪ গড়ে ১২৭৬ রান করেছেন। রয়েছে একটি ট্রিপল সেঞ্চুরি, দুটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়