ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঢাকা আসছেন আইসিসি প্রধান বার্কলে

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ২১ মে ২০২২   আপডেট: ০৯:১৮, ২১ মে ২০২২
ঢাকা আসছেন আইসিসি প্রধান বার্কলে

দুই দিনের সফরে রোববার বাংলাদেশে আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করার পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন বার্কলে।

এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার রাতে এক অনুষ্ঠানে নাজমুল হাসান বলেছেন, ‘আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এরপর আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে।

বাংলাদেশ থেকে কলকাতা যাবেন বার্কলে। আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও আইপিএল ফাইনাল দেখতে ভারত যাওয়ার কথা রয়েছে।

ইয়াসিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়