ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঝলমলে আয়োজনে চ্যাম্পিয়নদের উৎসব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২১ মে ২০২২   আপডেট: ১৩:১৬, ২১ মে ২০২২
ঝলমলে আয়োজনে চ্যাম্পিয়নদের উৎসব

হাবিবুল বাশার ভেতরে ঢুকতেই ‘স্পিচলেস’। তার অবয়ব দেখে মনে হচ্ছিল, ‘এ কোন রাজ্যে এলাম!’ বসুন্ধরা আবাসিক এলাকায় ভিসি হাউস নামে পরিচিত বাসভবনে ঢুকে তব্দা খেয়েছেন অনেকেই। সেখানেই গতকাল রাতে বসেছিল ‘সেলিব্রেটিং ক্রিকেট উইথ ফ্রেন্ডস’। আদতে যা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের শিরোপা উৎসবের আয়োজন।

ঢাকা প্রিমিয়ার লিগে এবার শিরোপা জিতেছে শেখ জামাল। ক্লাবটির সভাপতির পদ অলংকৃত করেছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিতিতে শেখ জামালের ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়।

শেখ জামালের নিয়মিত ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানসহ উপস্থিত হয়েছিলেন মুশফিকুর রহিম। রাতে সাকিব আল হাসানও চ্যাম্পিয়নদের উৎসবে অংশ নেন। ঢাকা লিগে ১৫ ম্যাচে ১২টিতে জিতে শেখ জামাল প্রথমবার শিরোপা পেয়েছে।

শেখ জামালের জয়ের অন্যতম কারিগর ছিলেন সোহান। তাকে ‘স্টার পারফর্মার’ হিসেবে পরিচিত করিয়ে দেয় ক্লাবটি। ৯৬-এর বেশি গড়ে ৪৮৩ রান করা এই ক্রিকেটারের পারফরম্যান্স দেখার পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাকে ২৫ লাখ টাকা পুরস্কার দেন। যা ছিল সোহানের কাছে একেবারেই অপ্রত্যাশিত, ‘ক্লাব থেকে তো আমরা বোনাস পেয়েছি প্রায় ৫০ লাখ টাকার মতো। আজ এখানে এসে তো স্তব্ধ হয়ে গেলাম। একেবারেই অপ্রত্যাশিত ছিল।’

শুধু সোহানই নন, ক্লাবের বাকিদের জন্যও ৫ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে বসুন্ধরা গ্রুপ।

আহমেদ আকবর সোবহান খেলাধুলায় বসুন্ধরা গ্রুপের অবদান তুলে ধরার পাশাপাশি সামনে যে কোনো প্রয়োজনে যে কোনো ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘বসুন্ধরা গ্রুপ ক্রীড়াবান্ধব পরিবার। আমরা বসুন্ধরাতে যে স্পোর্টস এরিনা করছি তা সাউথ ইষ্ট এশিয়ায় কোথায় খুঁজে পাওয়া যাবে না। আমাদের নিজেদের বসুন্ধরা কিংস আছে। আমাদের শেখ জামাল ক্লাব। শেখ রাসেল ক্লাবও আমাদের। সামনে আমরা ক্রিকেটে নিজেদের নামে ক্রিকেট ক্লাব করবো। যেটা ঢাকা প্রিমিয়ার লিগও খেলবে। এরকম একটি ক্রিকেট পাগল পরিবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কোথাও খুঁজে পাবেন না।’

শেখ জামালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান শিরোপা জয়ের পেছনে ক্লাবের পেশাদার সংস্কৃতি ও পারিবারিক মেলবন্ধনের কথাই বললেন, ‘আমরা পাঁচ বছরের দীর্ঘ পরিকল্পনা করে ক্রিকেট দলটাকে পরিচালনা করেছি। আমরা মাঝে টি-টোয়েন্টি শিরোপা জিতেছি। ওয়ানডে প্রতিযোগিতাও জিততে চেয়েছি। ক্লাবটির মূল শক্তি পেশাদার ক্রিকেট সংস্কৃতি। আর পারিবারিক মেলবন্ধন। দলে প্রত্যেক ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট একটি পরিবার হয়ে থাকতে পছন্দ করে। বসুন্ধরা গ্রুপ সেই পরিবারের অংশ।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান শেখ জামালের সাফল্য কামনা করে বলেছেন, ‘প্রথম শিরোপা জয়ের আনন্দ সব সময়ই বেশি। ক্লাবটি যেন সামনে আরও ভালো করতে পারে, এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা করছি।’

শেখ জামালের হয়ে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক সামনেও এই ক্লাবে খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়