ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধন্যবাদ মুম্বাই, আমরা এটা মনে রাখব: কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২২ মে ২০২২  
ধন্যবাদ মুম্বাই, আমরা এটা মনে রাখব: কোহলি

আগেই আইপিএল থেকে ছিটকে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে বিদায় করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফে ওঠাল। শনিবার তাদের ৫ উইকেটের জয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে নক আউট পর্বে ওঠে ফাফ ডু প্লেসির দল।

বেঙ্গালুরু তাদের শেষ লিগ ম্যাচে গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছিল। দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচের ওপর ঝুলছিল তাদের পরের ধাপে ওঠার ভাগ্য। শেষ পর্যন্ত দিল্লি হেরে যাওয়ায় দরজা খুলে যায় বেঙ্গালুরুর।

দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচ টিভিতে দেখছিলেন বেঙ্গালুরুর খেলোয়াড়রা। ১৯.১ ওভারে ম্যাচটি মুম্বাই জিতে নিতেই উল্লাসে মাতেন তারা। মধ্যরাতে নাচগানও করেন।

পরে দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি এক বক্তব্যে মুম্বাইকে ধন্যবাদ জানান, ‘এটা ছিল অবিশ্বাস্য। ড্রেসিংরুমে আবেগ ছিল অবিশ্বাস্য। ধন্যবাদ, মুম্বাই, আমরা এটা মনে রাখব।’

বেঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসি বলেছেন, পুরো দল একসঙ্গে বসে ম্যাচটি দেখেছেন। মুম্বাইয়ের প্রতিটি চার-ছক্কা কিংবা উইকেট নেওয়া উদযাপন করেছেন তারা। তিনি বললেন, ‘ম্যাচের শুরু থেকে টিভিতে আমরা একসঙ্গে বসে খেলা দেখছিলাম। দারুণ পরিবেশ। মুম্বাই যখনই উইকেট পেয়েছে আমরা চিৎকার করেছিলাম। তারপর যখন রান তাড়া করতে নেমে বাউন্ডারি মারছিল, তখনও আমরা উদযাপন করছিলাম। শেষ পর্যন্ত ম্যাচ শেষে আমরা যে উদযাপন করলাম তা ছিল অসাধারণ।’

বেঙ্গালুরু আগামী ২৫ মে ইডেন গার্ডেন্সে এলিমিনেটর খেলবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। কখনও আইপিএল না জেতা দলটি এবার সফল হবে বিশ্বাস গ্লেন ম্যাক্সওয়েলের, ‘আমাদের জন্য আজ রাতের ফল অবিশ্বাস্য। আর ছোট্ট ধাপ ফেলতে হবে আমাদের। এই টুর্নামেন্টে বেঙ্গালুরুর জন্য ইতিহাস তৈরি থেকে অল্প দূরে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়