ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাভিদ নেওয়াজের পরামর্শে রণপ্রস্তুতি সাজাবে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২২ মে ২০২২  
নাভিদ নেওয়াজের পরামর্শে রণপ্রস্তুতি সাজাবে শ্রীলঙ্কা

যেন ঘরের শত্রু বিভীষণ! কদিন আগেইতো তিনি ছিলেন ঘরের ছেলে। আজ যেন জাত শত্রু। শুধু তাই নয়, এই শত্রুর পরিকল্পনা নিয়েই রণপ্রস্তুতি সাজাতে চায় প্রতিপক্ষ। বলছি নাভিদ নেওয়াজের কথা। বাংলাদেশ যুব দলের সাবেক এই কোচ এখন শ্রীলঙ্কান কোচিং প্যানেলের সহকারীর দায়িত্বে।

প্রায় চার বছর বাংলাদেশে থাকা নাভিদের ঢাকার কন্ডিশন মুখস্থই থাকার কথা। তাইতো ঢাকা টেস্টে শ্রীলঙ্কাও তার মগজটাই কাজে লাগাতে চায়। নাভিদের দেওয়া কন্ডিশনের পরামর্শ অনুযায়ী দল সাজাবে শ্রীলঙ্কা। টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বলছেন খোদ শ্রীলঙ্কান প্রধান কোচ ক্রিস সিলভারউড।

রোববার (২২ মে) সিলভারউড বলেন, ‘আমি এখনও উইকেট দেখিনি। তবে আমার সঙ্গে কোচিং স্টাফে এমন একজন (নাভিদ নাওয়াজ) আছে, যাকে আপনারা সবাই চেনেন, যে এসব কন্ডিশন সম্পর্কে জানে। আমি আমার সহকারী কোচের সঙ্গে কথা বলবো, যাতে আমরা বুঝতে পারি এই উইকেট কেমন ব্যবহার করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা তার বাংলাদেশে কাটানো সময়ের অভিজ্ঞতা ও জ্ঞানটা ব্যবহার করবো। পাশাপাশি এই মাঠের পরিসংখ্যানও দেখবো, যাতে করে অধিনায়কের হাতে কন্ডিশন কাজে লাগানোর মতো সেরা বোলিং অপশন তুলে দেওয়া যায়।’

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিনবার খেলে সববারই হেরেছে স্বাগতিকরা। কন্ডিশন বুঝে যদি একাদশ সাজানো হয় তাহলে স্পিন নির্ভর হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, ঢাকার উইকেট যে স্পিনারদের স্বর্গরাজ্য।

অতীত পরিসংখ্যানও কথা বলে স্পিনারদের পক্ষে। মিরপুরে এখন পর্যন্ত স্পিনারদের পকেটেই বেশি উইকেট গেছে। যেখানে স্পিনাররা উইকেট নিয়েছেন ৪০৩টি, সেখানে পেসাররা নিয়েছেন মাত্র ২০৩টি।

সিলভারউড বলেন, ‘আমরা সব মাঠের পরিসংখ্যান নিয়ে আলোচনা করি। দেখার চেষ্টা করি আগের ম্যাচগুলোতে ফলাফল কী হয়েছে, সেসব ম্যাচে বোলিং আক্রমণ ও ব্যাটিং লাইনআপ কেমন ছিল। আমরা ইতিহাস দেখি, তারপর একাদশ সাজাই। আমরা এরই মধ্যে ১২ জনের দল সাজিয়েছি।’

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়