ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লঙ্কান বাধা ভেঙে মুশফিকের টানা সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৩ মে ২০২২   আপডেট: ১৭:২৫, ২৩ মে ২০২২
লঙ্কান বাধা ভেঙে মুশফিকের টানা সেঞ্চুরি

মেন্ডিসের করা ৭৬তম ওভারের দ্বিতীয় বলে থার্ডম্যান অঞ্চলে খেলে ২ রান নেন মুশফিকুর রহিম। তাতে ৯৭ থেকে ৯৯ রানে মিস্টার ডিপেন্ডেবল। সেঞ্চুরি পেতে কী আরও সময় নেবেন মুশফিক? এটা ভাবতে ভাবতেই দুই বল পরেই অফ সাইড পাঞ্চ করে পৌঁছে যান তিন অঙ্কে। পেয়ে যান ক্যারিয়ারের নবম শতক। চট্টগ্রামের পর ঢাকায়ও সেঞ্চুরি হাঁকালেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সেঞ্চুরি পেতে মুশফিকের লেগেছে ২১৮ বল। তার ইনিংসে চারের মার ছিল ১১টি। সেঞ্চুরিময় ইনিংসে পরতে পরতে ছিল লড়াইয়ের গল্প। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে অনেকেই যখন বাংলাদেশের ‘শেষ’ দেখে ফেলেছিলেন, সেখান থেকেই লিটনকে নিয়ে মুশফিক লড়াইটা শুরু করেন। ইনিংস গড়ে, ক্রিজে সেট হয়ে তুলে নেন শতক।

তার আগে অবশ্য লিটন সেঞ্চুরি পেয়ে যান। মুশফিকের স্ট্রাইক রেট যেখানে ছিল ৪৬.৪৯, সেখানে লিটনের ৬১.৯৫। মুশফিক ৯ চারে ফিফটির দেখা পেয়েছিলেন ১১২ বলে। পরের পঞ্চাশ রান তুলতে তিনি আরও সাবধানী হন। চার মারেন মাত্র ২টি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়