ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বায়ার্নের সঙ্গে ন্যয়ারের নতুন চুক্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৩ মে ২০২২  
বায়ার্নের সঙ্গে ন্যয়ারের নতুন চুক্তি

নতুন চুক্তি করলেন ন্যয়ার

অ্যালিয়েঞ্জ এরেনায় চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন ম্যানুয়েল ন্যয়ার। নতুন চুক্তিতে সই করে জার্মান গোলকিপার বললেন, তার বিশ্বাস বায়ার্ন মিউনিখ ২০২২-২৩ মৌসুমে সবগুলো শিরোপার জন্য খেলবে।

বায়ার্নের সঙ্গে ১১ বছরের লম্বা ক্যারিয়ার ন্যয়ারের। ২০১১ সালে শ্যালকে থেকে যোগ দেন তিনি। ক্লাবটিতে বহু ঘরোয়া ও ইউরোপিয়ান ট্রফি জিতছেন এই শট স্টপার। সবশেষ দশম বুন্দেসলিগা শিরোপা জিতেছেন এবং অন্তত আরো দুই বছরের জন্য ক্লাবটি থাকছেন।

ন্যয়ারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৩ সালে। কিন্তু আরো এক বছর অ্যালিয়েঞ্জ এরেনায় থাকার চুক্তি করলেন।

অভিষেকের পর থেকে বায়ার্নের সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭২ ম্যাচ খেলেছেন ন্যয়ার এবং ক্লিন শিট ২২৬ ম্যাচ।

সব মিলিয়ে তার বাধা টপকে গোল হয়েছে মাত্র ৩৭০টি, সবশেষ লিগ মৌসুমে ছিল ৩৭ গোল। বায়ার্নের সঙ্গে ন্যয়ার দুইবার চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচবার ডিএফবি-পোকাল জিতেছেন।

চুক্তির পর ৩৬ বছর বয়সী গোলকিপার বলেছেন, ‘আমি খুব আনন্দিত যে আমার যাত্রা এফসি বায়ার্নের সঙ্গে অব্যাহত থাকবে। আমরা আবারও খুব ভালো একটি দল পাব যাদের সঙ্গে আমরা প্রত্যেকটি শিরোপার জন্য খেলতে পারব। গোলকিপার, অধিনায়ক ও নেতা হিসেবে আমাদের বড় লক্ষ্যগুলোতে আমি সমর্থন ও মূল ফ্যাক্টর হতে চাই।’  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়