ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এমবাপ্পে রিয়ালের সমর্থক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২৩ মে ২০২২  
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এমবাপ্পে রিয়ালের সমর্থক

ফ্রি ট্রান্সফারে এই মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার একেবারে কাছে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ মুহূর্তে বাঁক বদলে গেল, ফরাসি ফরোয়ার্ড নতুন করে তিন বছরের চুক্তিতে প্যারিস সেন্ট জার্মেইতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রিয়ালের হতাশা আঁচ করতে পারছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে মাদ্রিদ ক্লাব তার সমর্থনও পাবে।

এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছিল রিয়াল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে অভিযোগ দায়ের করবে বলে তারা জানিয়েছে। তাদের মতে পিএসজির নতুন প্রস্তাব ইউরোপিয়ান ফুটবলের আর্থিক স্থিতিশীলতাকে আক্রমণ করেছে। গত বছরও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

রোববার এক টুইটারে এমবাপ্পে রিয়ালকে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান। শুরুতেই তাকে চুক্তি করতে আগ্রহী হওয়ায় ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানান। এমবাপ্পে লিখেছেন, ‘এই ধরনের একটি প্রতিষ্ঠান আমাকে আগ্রাহ দেখানোটা ছিল আমার কাছে দারুণ প্রাপ্তি এবং এই সুযোগ নিয়ে আমি অবগত ছিলাম। আমি তাদের হতাশা আঁচ করতে পারি।’

আগামী শনিবার প্যারিসে জাতীয় স্টেডিয়ামে লিভারপুল ও রিয়াল মুখোমুখি হবে, এই ম্যাচে সমর্থন নিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘প্যারিসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আমি রিয়ালের বড় সমর্থক থাকব। আমার বাসায়।’

২৩ বছর বয়সী এমবাপ্পে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। তিনি জানান, এই ক্লাবে বেড়ে উঠতে চান, ‘ফ্রান্সে নিজের বিকাশ চালিয়ে যেতে পেরে আমি খুব খুশি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়