ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যাটসম্যানকে দেশে ফেরাল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৪ মে ২০২২   আপডেট: ১৮:৩৮, ২৪ মে ২০২২
শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যাটসম্যানকে দেশে ফেরাল শ্রীলঙ্কা

কামিল মিশ্র

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশের সফরের দলে থাকা ব্যাটসম্যান কামিল মিশারাকে দেশে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ মে) এক বিবৃতি দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। এদিন বেলা ১২টা ৫৫ মিনিটের ফ্লাইট ধরেছেন কামিল।

দলের সঙ্গে বাংলাদেশে এলেও দুই টেস্ট সিরিজের কোনো ম্যাচের একাদশে জায়গা পাননি কামিল। ঢাকায় দ্বিতীয় টেস্ট চলাকালে হঠাৎ করে তাকে দেশে ফিরিয়ে নিচ্ছে দ্বীপরাষ্ট্রটি।

এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আচরণবিধি (ক্লজ ১) ভঙ্গের জন্য কামিল মিশারাকে ফিরিয়ে আনা হচ্ছে।’ 

তাকে দ্রুত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশে ফেরার তার বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। তবে কামিল কী আচরণবিধি ভঙ্গ করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়