ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লিভারপুলের সঙ্গেও কথা বলেছিলাম: এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২৪ মে ২০২২   আপডেট: ১৪:০৭, ২৪ মে ২০২২
লিভারপুলের সঙ্গেও কথা বলেছিলাম: এমবাপ্পে

দলবদলের নাটকীয়তার অবসান ঘটিয়ে প্যারিস সেন্ট জার্মেইতে থেকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের হ্যাঁ বললেন তিনি। পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি করে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড জানালেন, এর আগে লিভারপুলের সঙ্গেও কথা হয়েছিল তার।

অবশ্য লিভারপুলের সঙ্গে এমবাপ্পের আলাপ হয়েছিল অনেক আগে। ২০১৭ সালে প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে কথা হয়েছিল তার, যখন তিনি ছিলেন মোনাকোতে। তাদেরও ফিরিয়ে দিয়ে ফ্রান্সেই থেকে যান দলবদল করে। ডেইলি টেলিগ্রাফকে এমবাপ্পে বলেছেন, ‘আমরা অল্প কথা বলেছিলাম, কিন্তু খুব বেশি নয়। আমি লিভারপুলে কথা বলেছিলাম, কারণ এটা ছিল আমার মায়ের প্রিয় ক্লাব, আমার মা লিভারপুলকে ভালোবাসে। আমি জানি না কেন, আপনারাই জিজ্ঞাসা করুন তাকে। এটা ভালো একটি ক্লাব এবং আমরা পাঁচ বছর আগে সাক্ষাৎ করেছিলাম। যখন মোনাকোতে ছিলাম। এটা বড় ক্লাব। অবশ্যই শেষ পর্যন্ত এটা শুধু রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যেই ছিল।’

এমবাপ্পে জানান, ২৩ মে চুক্তিতে সই করার বেশ আগেই প্যারিসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বললেন, ‘আমি গত সপ্তাহে আমার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি সতীর্থদের এনিয়ে কিছু বলিনি, কারণ ক্লাব এটা গোপন রাখতে বলেছিল। ফ্লোরেন্তিনো পেরেজ ও রিয়াল মাদ্রিদের জন্য আমার শ্রদ্ধা আছে। ব্যক্তিগভাবে তাকে আমি কল করেছিলাম। ড্রেসিংরুমে টিভিতে আমার সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছে খেলোয়াড়রা। গত বছর আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রতি বছর আলাদা।’

২০১৭ সালে ১৮ কোটি ইউরোতে পিএসজির সঙ্গে চুক্তি করেন এমবাপ্পে। নেইমারের পর তিনিই পৃথিবীর সর্বোচ্চ দামী খেলোয়াড়।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়