ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘পথ চ্যালেঞ্জিং হতে চলেছে’, ছেলে অর্জুনকে শচীন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৪ মে ২০২২  
‘পথ চ্যালেঞ্জিং হতে চলেছে’, ছেলে অর্জুনকে শচীন

নিঃসন্দেহে শচীন টেন্ডুলকারকে রাখা যায় ক্রিকেটের সেরাদের তালিকায়। ক্রিকেটকে ভালোবেসেই এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সাবেক ব্যাটসম্যান। অগুণতি রেকর্ড তার পায়ের নিচের লুটিয়ে পড়েছে। ছেলে অর্জুন টেন্ডুলকারও তার দেখানো পথে হাঁটতে চান, কিন্তু সেই পথ যে কতটা চ্যালেঞ্জিং তা মনে করিয়ে দিলেন শচীন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শচীনের সাবেক ক্লাব মুম্বাৃই ইন্ডিয়ান্স অর্জুনকে নিলেও দুই মৌসুমে ২৮ ম্যাচ বেঞ্চেই রেখেছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা এই উঠতি অলরাউন্ডারকে একটি ম্যাচেও খেলায়নি। তবে কি অন্য কোনো দলে ছেলেকে দেখতে চেয়েছিলেন সাবেক ব্যাটিং গ্রেট।

শচীনসাইট-এর একটি শোতে শচীনকে এমন প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন, ‘এটা ভিন্ন একটি প্রশ্ন। আমি কী ভাবছি কিংবা কী অনুভব করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। মৌসুম এরই মধ্যে শেষ হয়ে গেছে।’

অর্জুনকে শচীন বারবার মনে করিয়ে দেন, সামনের কঠিন পথ পাড়ি দিতে হবে তাকে। তাহলেই আসবে ফল। ভারতীয় লিটল মাস্টার বলেছেন, ‘অর্জুনের সঙ্গে কথোপকথনে আমি সবসময় বলি যে এই পথ হতে যাচ্ছে চ্যালেঞ্জিং, এই পথ কঠিন। তুমি ক্রিকেট খেলতে শুরু করেছ কারণ তুমি ক্রিকেট ভালোবাসো। এটা করে যাও। কঠোর পরিশ্রম করো, দেখবে ফল আসছে।’

দুইশ টেস্ট খেলা শচীন তার ছেলেকে দলে ঢুকাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না বলে সাফ জানিয়ে দিলেন, ‘আমরা যদি নির্বাচন নিয়ে কথা বলি, আমি কখনো নির্বাচনে নিজেকে জড়াইনি। এসব ব্যাপার (টিম) ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছি কারণ আমি সবসময় এভাবেই কাজ করেছি।’

২২ বছরের অর্জুন তার ঘরোয়া ক্লাব মুম্বাইয়ের হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ‘টি-টোয়েন্টি মুম্বাই লিগে’।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়