ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ে লিটন, মুশফিক, তামিমের উন্নতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২৫ মে ২০২২  
টেস্ট র‌্যাংকিংয়ে লিটন, মুশফিক, তামিমের উন্নতি

বাংলাদেশের লিটন দাস ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ আইসিসি টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে দারুণ অর্জন করেছেন। চট্টগ্রামে ড্র টেস্ট শেষে সাপ্তাহিক র‌্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে স্বাগতিক দলের মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।

উইকটেকিপার ব্যাটসম্যান লিটন তিন ধাপ এগিয়ে ১৭তম ব্যাটসম্যান। বাংলাদেশের একমাত্র ইনিংসে ৮৮ রান করেন তিনি। ম্যাচসেরা ১৯৯ রানের ইনিংস খেলা ম্যাথুজ ব্যাটিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ২১তম স্থানে।

বাংলাদেশের হয়ে মুশফিক ১০৫ রানের ইনিংস খেলেছেন। তার সেঞ্চুরিতে রাঙানো ইনিংস শেষে র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে তিনি। ১৩৩ রান করা তামিম ছয় ধাপ এগিয়ে ২৭তম স্থঅনে।

শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস চার ধাপ এগিয়ে ৪৯তম। দিনেশ চান্ডিমাল ছয় ধাপ এগিয়ে ৫৩ নম্বরে। র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

বোলার র‌্যাংকিংয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে ২৯তম স্থানে। ম্যাচে চার উইকেট নেন তিনি। অফস্পিনার নাঈম হাসান প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে।

শ্রীলঙ্কার মিডিয়াম ফাস্ট বোলার কাসুন রাজিথা ৭৫ থেকে ৬১ নম্বরে লাফ দিয়েছেন চার উইকেট নিয়ে। আসিথা ফার্নান্দো একশ জনের মধ্যে ঢুকেছেন, যেখানে এক নম্বরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়