ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ইবাদত দুর্দান্ত, তার বোলিং স্কোরবোর্ড দ্বারা বোঝা যাবে না’

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ২৫ মে ২০২২   আপডেট: ২১:৪০, ২৫ মে ২০২২
‘ইবাদত দুর্দান্ত, তার বোলিং স্কোরবোর্ড দ্বারা বোঝা যাবে না’

আগের দিন বাংলাদেশের দুই পেসারকে আরও দায়িত্বশীল হতে বলেছিলেন লিটন দাস। লিটনের বার্তা মনে হয় গেছে ইবাদত হোসেনের কানে। একদিন বাদেই তার বোলিং নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সঙ্গে এটাও বলে দিয়েছেন, ‘স্কোরবোর্ড দেখে ইবাদতের বোলিংকে মাপা যাবে না।’

তিনি বলেন, ‘আজকে আমার কাছে ইবাদতকে দুর্দান্ত লেগেছে। সে এমন একজন, যাকে অনুশীলনে দেখার পর মনে হয় সে আজকে ক্লিক করবে। সে আজকে যেভাবে বল করেছে সেটা স্কোরবোর্ড দ্বারা বুঝানো যাবে না।’

ডোনাল্ড আরো বলেন, ‘সে চার বা পাঁচ উইকেট পেতে পারতো। তার স্পেলটা এমনই ছিল। খালেদ অবশ্য ঠিকঠাক করতে পারেনি। কিন্তু কালকে দারুণ একটা দিন। সকালে দ্রুত আমাদের কিছু পুলস প্রয়োজন। পিচ আমাদের যথেষ্ট কাজ করার সুযোগ দিচ্ছে, যেটা  প্রতিটি সকালেই দেয়।’

আজ তৃতীয় দিন বাংলাদেশের শুরুটা হয় ইবাদতের আক্রমণে। দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে ফেরান বোল্ড করে। এক প্রান্ত থেকে লাইন-লেন্থ ঠিক রেখে লঙ্কান ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন। সম্ভাবনা তৈরি করেছিলেন উইকেটের। তাইতো মুগ্ধতা প্রকাশ করা থেকে বিরত থাকতে পারেননি খোদ পেস বোলিং গুরু।

আজ এই পেসার প্রথম স্পেলে ৫ ওভারে ২ মেডেনে ৯ রান দেন। উইকেট নেন ১টি। দ্বিতীয় স্পেলে ৪ ওভারে ১ মেডেন দিয়ে বিনা উইকেটে ১৪ রান। লাঞ্চের পর তৃতীয় ওভারে আক্রমণে আসেন ইবাদত। তৃতীয় স্পেলে ৪ ওভারে ১ মেডেনে ১০ রান দেন।

শেষ স্পেলে চার ওভারে দেন ১৪ রান। তৃতীয় দিনে ১৭ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। এখন পর্যন্ত প্রথম ইনিংসে ২৬ ওভারে ৩ রান গড়ে দিয়েছেন। উইকেট নিয়েছেন ২টি। 

ইবাদত একদিকে ভালো করলেও আরেক পেসার খালেদ আহমেদ ছিলেন খরুচে। আজ দিনে ৬ ওভার বোলিং করে দিয়েছেন ৩৩ রান। ১৫ ওভার বোলিং করে রান দিয়েছেন ৭৮টি। ওভার প্রতি ৪.১৩ রান দিয়েছেন।

রিয়াদ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়