ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যাককালাম কোচ, টেস্ট দলকে নিয়ে ঈর্ষান্বিত মর্গ্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৬ মে ২০২২   আপডেট: ১৮:৩৩, ২৬ মে ২০২২
ম্যাককালাম কোচ, টেস্ট দলকে নিয়ে ঈর্ষান্বিত মর্গ্যান

টেস্টে লাগাতার ব্যর্থতার পর ইংল্যান্ড ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন এসেছে। জো রুটের পদত্যাগের পর বেন স্টোকস হয়েছেন লাল বলের অধিনায়ক, নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে বানানো হয়েছে এই ফরম্যাটের প্রধান কোচ। এদিকে ঈর্ষায় ‘জ্বলছেন’ ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মর্গ্যান।

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মর্গ্যান ও ম্যাককালাম একে অন্যের বিপক্ষে খেলেছেন দীর্ঘ সময়। তাছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সেও দুজন সতীর্থ ছিলেন। এছাড়া মর্গ্যান যখন এই দলটির অধিনায়ক ছিলেন, তখন কোচ ছিলেন ম্যাককালাম।

মর্গ্যান বলেছেন, ‘এটা অবিশ্বাস্যভাবে উত্তেজনাকর। অনেক দিক থেকে আমি টেস্ট খেলোয়াড়দের নিয়ে ঈর্ষান্বিত, কারণ তার সঙ্গে ও অধীনে খেলে আমি জানি বাজ কী অসাধারণ মানুষ ও কোচ।’ ম্যাককালামের কোচিং দক্ষতা নিয়ে সাদা বলের ইংলিশ অধিনায়কের কোনো প্রশ্ন নেই, ‘কোনো কিছুকে হালকা করা, পথ বাতলে দেওয়া এবং আপনার লক্ষ্য কী, এই সামর্থ্য সেরা প্রধান কোচদের থাকে।’

তিনি বললেন, ‘এটা চমৎকার নিয়োগ এবং টেস্ট ক্রিকেটের বিকাশের জন্য আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া প্রয়োজন।’

আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে ম্যাককালামের পরীক্ষা, তার দেশ নিউ জিল্যান্ডের বিপক্ষেই প্রথম রণকৌশল সাজাচ্ছে হচ্ছে তাকে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়