ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রিয়ালের হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু ফেভারিট নয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৭ মে ২০২২  
‘রিয়ালের হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু ফেভারিট নয়’

প্যারিসে পা রাখলো রিয়াল

রিয়াল মাদ্রিদ ২০১৪ সালের পর থেকে পঞ্চম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে যাচ্ছে। এর মধ্যে চারবারই ট্রফি জিতেছে তারা। তাতে শনিবার তারাই ফেভারিট হিসেবে লিভারপুলের মুখোমুখি হবে। কিন্তু দলটির তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ সেটা মানতে নারাজ।

১৯৯৮ সালে রিয়াল এখন পর্যন্ত সাতটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সব মিলিয়ে ইউরোপের এই শীর্ষ প্রতিযোগিতার ট্রফি তাদের হাতে উঠেছে ১৩ বার। এর মধ্যে ২০১৮ সালে কিয়েভে অনুষ্ঠিত ফাইনালে এই লিভারপুলকে হারিয়ে সবশেষ শিরোপা জিতেছিল মাদ্রিদ ক্লাব। ফেভারিট মর্যাদা তাদের প্রাপ্য।

কিন্তু মদ্রিচ বললেন ভিন্ন কথা, ‘এই প্রতিযোগিতায় আমাদের ভালো অভিজ্ঞতা আছে। কয়েকজন খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে চারবার। এখন আমরা ভাগ্যবান যে পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছি। সববারের মতো এবারও আমাদের স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে।’

ফাইনালে নিজেদের ফেভারিট মানছেন রিয়ালের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার, ‘ফাইনালে কোনো ফেভারিট নেই। লিভারপুল দারুণ একটি দল। তাদের দারুণ মৌসুম কেটেছে, দুটি কাপ জিতেছে, লিগে শেষ পর্যন্ত লড়াই করে গেছে। কোনো ফেভারিট নেই, কিন্তু আমাদের অনেক আত্মবিশ্বাস আছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়