ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩২ স্পিনার নিয়ে হেরাথের অধীনে চার দিনের বিশেষ ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৮ মে ২০২২   আপডেট: ২১:১৮, ২৮ মে ২০২২
৩২ স্পিনার নিয়ে হেরাথের অধীনে চার দিনের বিশেষ ক্যাম্প

মেহেদি হাসান মিরাজ কিংবা নাঈম হাসান। তাদের অনুপস্থিতে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। পাইপ লাইনে স্পিনার সংকটের চিত্র স্পষ্ট। সংকট সমাধানে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। 

জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের অধীনে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। এ জন্য ডাকা হয়েছে দেশের ৩২জন স্পিনারকে। শনিবার (২৮ মে) সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করে বিসিবি। 

জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিভিন্নি বয়সভিত্তিক দলে খেলা স্পিনাররা আছেন এই দলে। তাদের মধ্যে অনেকেই আছেন অচেনা। সবাইকে নিয়েই হেরাথের এই ক্যাম্প চলবে। 

রোববার (২৯ মে)  থেকে ১ জুন হেরাথের অধীনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে চারদিনের বিশেষ ক্যাম্প।

বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, সাহাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন,আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি , তুষার মিয়া, অনিক, তাজ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।
 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়