ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগ জিতেই বিদায়ের ঘোষণা মার্সেলোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৯ মে ২০২২   আপডেট: ১২:৫৪, ২৯ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগ জিতেই বিদায়ের ঘোষণা মার্সেলোর

মার্সেলো ঘোষণা দিলেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার। ব্রাজিলিয়ান লেফটব্যাক শনিবার ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারানোর পর এই কথা জানান।

নামের পাশে ২৫ ট্রফি নিয়ে সর্বকালের সেরা সফল খেলোয়াড় হিসেবে রিয়াল ছাড়ছেন মার্সেলো।

ম্যাচ শেষেই বিদায়ের সিদ্ধান্ত জানাননি মার্সেলো। সতীর্থদের সঙ্গে উদযাপন শেষে তিনি বলেন, ‘আমি অনেক আনন্দ ও আবেগ অনুভব করছি। এমনকি কথা বলাও আমার জন্য কঠিন কারণ আমি এখানে আমার পরিবার ও সব সতীর্থদের দেখতে পাচ্ছি। মৌসুমটা ছিল দারুণ এবং আমরা এটার দাবিদার, আমার মাথায় এই মুহূর্তটা অদ্ভুত। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতলাম এবং কোনোদিন ভাবিনি এটা অর্জন করবো। এটা অন্যরকম মুহূর্ত। সবসময় আমাদের পেছনে থাকার জন্য ভক্তদের অভিনন্দন জানাতে হবে।’

পরে মার্সেলো সাংবাদিকদের বলেন, তিনি রিয়ালের হয়ে আর খেলবেন না, যা ছিল প্রত্যাশিত, ‘রিয়ালের সঙ্গে এটাই ছিল আমার শেষ খেলা।’

পঞ্চম চ্যাম্পিয়নস লিগের আগে চারটি ক্লাব কাপ ট্রফি, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ছয়টি লা লিগা, দুটি কোপা দেল রে ও পাঁচটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন মার্সেলো।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়