ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উইন্ডিজ নির্বাচক সারওয়ানের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৩১ মে ২০২২  
উইন্ডিজ নির্বাচক সারওয়ানের পদত্যাগ

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় পুরুষ সিনিয়র ও জুনিয়র দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেন সাবেক ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়।

বোর্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘পুরুষদের জাতীয় সিনিয়র ও যুব দলের নির্বাচক রামনরেশ সারওয়ানের পদত্যাগ নিশ্চিত করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ সালের ৬ জানুয়ারি এই দুটি দলের নির্বাচন প্যানেলের নির্বাচক নিযুক্ত হন তিনি। তিনি বোর্ডকে জানিয়েছেন, এই ভূমিকায় তিনি আর থাকতে চান না।’

উপযুক্ত পূর্ণকালীন নির্বাচক নিয়োগ না পাওয়া পর্যন্ত সারওয়ানের জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন রবার্ট হেইনেস।

রামনরেশকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডাম, ‘তার কাছ থেকে যে অভিজ্ঞতা আমরা পেয়েছি, তাতে করে রামনারেশ নির্বাচকের দায়িত্ব চালিয়ে নিতে না পারা আমাদের জন্য হতাশার। কিন্তু আমরা তার কারণ বুঝতে পারছি এবং মেনে নিয়েছি। তিনি এই দায়িত্বে যে সময়টা ছিলেন এবং যে অবদান রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে তিনি অন্য কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদান রেখে যাবেন, আশা করি আমরা।’  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়