ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মেসির জন্য আর্জেন্টিনা সিংহের মতো লড়াই করে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৩ জুন ২০২২   আপডেট: ১৪:৫২, ৩ জুন ২০২২
‘মেসির জন্য আর্জেন্টিনা সিংহের মতো লড়াই করে’

দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে ফুটবল ইতিহাসে তৃতীয়বার হলো ফাইনালিসিমা। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইউরোর শ্রেষ্ঠ দল ইতালিকে। এই ম্যাচে আজ্জুরিদের হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের মতে, এই দল সর্বস্ব দিয়ে সিংহের মতো লড়াই করছে ‘বিশ্বের সেরা’ লিওনেল মেসির জন্য। 

ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টাইন দর্শকে ঠাঁসা ম্যাচে মেসি জাতীয় দলের জার্সিতে কয়েক বছরের মধ্যে সেরা পারফর্ম করেছেন। দুটি গোল বানিয়ে দিয়েছেন এবং কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিটদের কাতারে তুলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। 

মার্তিনেজ জানালেন, মেসির জন্য আর্জেন্টিনা দলের প্রত্যেকে সবকিছু করতে তৈরি। কারণটা ব্যাখ্যা করেছেন কোপা আমেরিকা জয়ী গোলকিপার, ‘এক বছর আগেও আমরা কিছুই ছিলাম না। আজ আমরা (বিশ্বকাপ) প্রার্থী কারণ আমরা শিরোপা জিতেছি। আমরা সবসময় শিরোপার লড়াইয়ে থাকবো, কারণ আমাদের আছে বিশ্বের সেরা (লিওনেল মেসি)। আমরা সবাই সিংহ, যারা তার জন্য লড়াই করে।’

কাপ টুর্নামেন্ট হওয়ায় আর্জেন্টিনার এই ফাইনালিসিমা জয়কে অনেকে কম গুরুত্ব দিচ্ছেন। তাছাড়া প্রতিপক্ষও সেরা দল নিয়ে খেলেনি বলে বিতর্ক আছে। এতে দ্বিমত পোষণ করলেন মার্তিনেজ, ‘আমাদের জন্য এটা ছিল একটা ফাইনাল, আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে উয়েফার ম্যাচ হিসেবে দেখেছি। এটা আমাদের আরেকটু বেশি আত্মবিশ্বাস দিয়েছে। লোকেরা বলছে আমরা একটি সেরা ইউরোপিয়ান দলের মুখোমুখি হইনি। তারা ইউরো জিতেছিল এবং আজ আমরা প্রমাণ করলাম আমরা প্রত্যেকের পর্যায়ে।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়