ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চার নম্বরে ব্যাটিং, তামিম বললেন ‘স্টুপিড প্রশ্ন’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৫ জুন ২০২২   আপডেট: ১৫:৩৩, ৫ জুন ২০২২
চার নম্বরে ব্যাটিং, তামিম বললেন ‘স্টুপিড প্রশ্ন’

তামিম ইকবাল

পেশাদার ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে তামিম ইকবালের একমাত্র ঠিকানা ওপেনিং। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার ইনিংস উদ্বোধনের ছবি ওতপ্রোতভাবে মিশে আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৯ ইনিংসের ৪২৮টিতে তামিম সবার আগে ড্রেসিংরুম থেকে বেরিয়ে ইনিংসের শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকায় কেবল একবারই তামিম ব্যাটিং শুরু করতে পারেননি ফিল্ডিংয়ে ৪৯ মিনিট বাইরে ছিলেন বলে। সেই ইনিংসে ব্যাটিং করেছিলেন পাঁচ নম্বরে। 

এর বাইরে ওপেনার তামিমের পজিশনের ব্যত্যয় হয়নি। তবে তামিমের ব্যাটিং পাল্টে দেয়া কোচ জেমি সিডন্স মনে করেন, ‘মিডল অর্ডারেও তামিমের ভালো লাগবে এবং এই পজিশনে ভালোও করবে।’

বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে শনিবার তামিমের ব্যাটিং পজিশন ও মিডল অর্ডারে ব্যাটিং করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এমন প্রশ্নকে স্রেফ বোকামি বলে উড়িয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। রোববার এক অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘আপনার কাছে কী মনে হয় আমার ব্যাটিং চার নম্বরে করা ভালো নাকি ওপেনিংয়ে? আমার কাছে মনে হয় প্রশ্নটা যে ব্যক্তি করেছে...আমি জানি না তার মাথার মধ্যে কী ছিল? নো আইডিয়া...। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড...আমার মনে হয়।’

তামিমের প্রশ্ন, ‘আমার কাছে মনে হয় প্রশ্নটাই ঠিক হয়নি। আমাকে কেন চার নম্বরে ব্যাটিং করতে হবে? এর কোন কারণই তো আমি খুঁজে পাই না। যেখানে আমি ১৭/১৮ বছর ধরে ওপেনিংয়ে ব্যাটিং করে আসছি।’

ব্যাটিং পজিশন নিয়ে নাড়াচাড়া করা তামিম খুব একটা পছন্দ করেন না। ওপেনিংয়ে নেমে ভালো শুরু এনে দেয়া তার অন্যতম উদ্দেশ্য৷ এতে বেশিরভাগ সময়ই সফল হয়েছেন। কখনো কখনো ব্যর্থ হয়েছেন। ক্যারিয়ারে ১৪ হাজারেরও বেশি রান করা এ ওপেনার এই পজিশনে থেকেই ইতি টানবেন তা নিজের কথাতেই বুঝিয়ে দিয়েছেন।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়