ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মেসিকে নিয়ে কী বলবো জানি না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৬ জুন ২০২২   আপডেট: ১৯:০৫, ৬ জুন ২০২২
‘মেসিকে নিয়ে কী বলবো জানি না’

‘লিও যা সৃষ্টি করে, সেটা অসাধারণ। আমরা জানি গোলের সামনে সে কখনও আপনাকে ক্ষমা করবে না’- লিওনেল মেসিকে নিয়ে বললেন আর্জেন্টাইন সতীর্থ আলেজান্দ্রো গোমেজ। স্পেনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে সত্যিই নির্দয় ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ক্লাবের পর আন্তর্জাতিক ফুটবলেও নিজের সেরা গোলের রেকর্ড গড়লেন পাঁচবার জাল কাঁপিয়ে।

এর আগে গত বুধবার ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জিততে দুই গোলে অ্যাসিস্ট ছিল মেসির। দারুণ একটি সপ্তাহ কাটালেন তিনি। সময়ের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে প্রশংসা সবসময়ই চলে। সবশেষ যে পারফরম্যান্স করেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, তা নির্বাক করে দিয়েছে অনুরাগীদের।

প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমি জানি না মেসিকে নিয়ে আর কী বলবো, এটা বলা কঠিন। অনেকটা রাফায়েল নাদালে মতো, আপনি কী বলতে পারবেন? তাকে (মেসি) বর্ণনা করার ভাষা নেই। এটা অনন্য কিছু এবং তাকে দলে পাওয়া আনন্দের, তাকে প্রশিক্ষণ দেওয়া, তার আচরণ এবং এই জার্সিতে যেভাবে সে প্রতিনিধিত্ব করে।’

তিনি আরও যোগ করেছেন, ‘তাকে ধন্যবাদ জানানোর ভাষাই শুধু আছে আমাদের। আমি মনে করি না সে শুধু আর্জেন্টিনার ঐতিহ্য, পুরো বিশ্বের। যেদিন থেকে সে আর খেলবে না, আমরা তাকে অনেক মিস করবো। আমি আশা করি সে খেলে যাবে এবং তাকে উপভোগ করে যাবে সবাই। তার খেলা দেখাটা আনন্দের।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়