ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তামিমের সঙ্গে বোর্ড যোগাযোগ করেনি, একদম মিথ্যা: নাজমুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৭ জুন ২০২২   আপডেট: ১২:৪৩, ৭ জুন ২০২২
তামিমের সঙ্গে বোর্ড যোগাযোগ করেনি, একদম মিথ্যা: নাজমুল

টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে আছেন তামিম ইকবাল, যা শেষ হবে আগামী জুলাইয়ের শেষ দিকে। এরপর কি আবার এই ফরম্যাটে খেলতে দেখা যাবে বাঁহাতি ওপেনারকে? বিরতির শেষবেলায় এমন প্রশ্ন উঠছে। কিন্তু তামিমের দাবি, টি-টোয়েন্টিতে তার ভবিষ্যৎ নিয়ে বোর্ড যোগাযোগ করেনি। তার এই দাবিকে ‘একদম মিথ্যা’ বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজকে বিসিবি প্রধান বলেছেন, অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তামিমকে ফেরার জন্য বেশ কয়েকবার বোঝান তিনি ও কয়েকজন বোর্ড ডিরেক্টর। কিন্তু মাসখানেক আগে বাঁহাতি ওপেনার এক চিঠিতে বোর্ডকে জানিয়ে দেন, তিনি টি-টোয়েন্টিতে খেলতে প্রস্তুত নন।

গত ২৭ জানুয়ারি বিরতি নেওয়া তামিম গত রোববার বলেছিলেন, টি-টোয়েন্টিতে তার ভবিষ্যৎ কী জানেন না। কারণ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি।

সোমবার নাজমুল বললেন, ‘এটা একদমই মিথ্যা (বোর্ড টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে তামিমের সঙ্গে কথা বলেনি)। আমি তাকে আমার বাসায় ডেকেছিলাম এবং অন্তত চারবার তাকে (টি-টোয়েন্টিতে খেলতে) অনুরোধ করেছিলাম। বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে কথা বলেছিল এবং সে বলেছে যে খেলবে না। এখন দেখুন, সে কী বলছে।’

বোর্ড প্রধান আরও বলেছেন, ‘সে (তামিম) লিখিতভাবে জানিয়েছে যে সে খেলবে না, তাকে (মন বদলাতে) বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করা হলেও। আমি বুঝি না কোথায় সমস্যা। আমি যেটা বলতে চাই, সে যা বলতে চায় বলুক এবং পরে আমরা দেখাবো (প্রমাণ) আমাদের হাতে যা আছে। ছয় মাস শেষ হতে চলেছে।’

টি-টোয়েন্টি দলে তামিম ফিরলে অনেক বেশি খুশি হবেন বলেও নাজমুল জানান, ‘আমরা চাই সে খেলুক (টি-টোয়েন্টি) এবং এটাই তো স্বাভাবিক। এখন কি সে খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি উত্তর হ্যাঁ হয়, তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে হবে।’

২ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। খেলবেন তো তামিম?   

 টি-টোয়েন্টিতে ফেরার জন্য  মাসখানেক আগে বোর্ডের কাছে একটি চিঠি পাঠান, যেখানে তিনি  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়