ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভূমিকম্প: ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের কাছে সাহায্য চাইলেন রশিদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৩ জুন ২০২২   আপডেট: ১৯:১৩, ২৩ জুন ২০২২
ভূমিকম্প: ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের কাছে সাহায্য চাইলেন রশিদ

বুধবার ভোরের দিকে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। এখন পর্যন্ত সহস্রাধিক মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন অগণিত মানুষ। অনুদান দিয়ে বিপর্যস্ত দেশের মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেটারদের কাছে সাহায্য চাইলেন দেশটির অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খান।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভোকে উল্লেখ করে টুইটারে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করেছেন রশিদ।

তহবিল সংগ্রহে এরই মধ্যে নিজেই একটি উদ্যোগ গ্রহণ করেছেন বলে এই লেগস্পিনার জানান টুইটারে। একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তান আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। অনুদান দিন। আমি শহীদ আফ্রিদি, হার্দিক পান্ডিয়া ডোয়াইন ব্রাভোকে অনুদানে সহায়তার জন্য মনোনীত করছি।’

ভিডিওতে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে আফগানিস্তান একটি ভূমিকম্পে বড় ধরনের আঘাত পেয়েছে। পরিণতিতে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন, অনেকে আহত, আরও অনেকে ভুগছেন।’

ভুক্তভোগীদের সহায়তায় নিজে তহবিল সংগ্রহ করছেন বলে ভক্তদের জানান রশিদ, ‘অব্যশই আপনাদের সমর্থন হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং যে কোনো ধরনের অবদান এই মহৎ উদ্যোগে খুব গুরুত্বপূর্ণ। আমি তিন খেলোয়াড় শহীদ আফ্রিদি, হার্দিক পান্ডিয়া ও ডিজে ব্রাভোকে মনোনীত করতে চাই একটি ভিডিও তৈরি করে এই মহৎ উদ্যোগকে সমর্থন করার জন্য।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়