ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেয়ারস্টোর ব্যাটে লিড নিলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৫ জুন ২০২২  
বেয়ারস্টোর ব্যাটে লিড নিলো ইংল্যান্ড

প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের করা ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এরপর ৫৫ রানে যেতে না যেতে হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে এবং লিড নিবে সেটার পক্ষে বাজি ধরার লোক কমই ছিল।

কিন্তু জনি বেয়ারস্টোর ও অভিষিক্ত জেমি ওভারটনের ব্যাটে ভর করে অসম্ভবকে সম্ভব করেছে ইংল্যান্ড। সপ্তম উইকেটে বেয়ারস্টোর সঙ্গে ২৪১ রানের জুটি গড়ে আউট হন ওভারটন। তাও আবার মেইডেন টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে। ১৩ চার ও ২ ছক্কায় ৯৭ রান করে যান তিনি।

এরপর স্টুয়ার্ড ব্রডকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন বেয়ারস্টো। দলীয় ৩৫১ রানের মাথায় ব্রড ৬ চার ও ২ ছক্কায় ৪২ রান করে আউট হন। একই রানে আউট হন বেয়ারস্টোও। তিনি ২৪টি চারের সাহায্যে সর্বোচ্চ ১৬২ রান করে যান। শেষ দিকে জ্যাক লিচের ৮ রানের ইনিংসে ভর করে ৬৭ ওভারে ৩৬০ রানে অলআউট হয় ইংলিশরা। তাতে লিড পায় ৩১ রানের।

বল হাতে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪টি, টিম সাউদি ৩টি ও নেইল ওয়াগনার ২টি উইকেট নেন।

তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৩ রান তুলেছে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের চেয়ে তারা পিছিয়ে আছে ১৮ রানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়