ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পদ্মা সেতুর স্বপ্ন ও গল্প রূপকথাকেও হার মানায়’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ জুন ২০২২  
‘পদ্মা সেতুর স্বপ্ন ও গল্প রূপকথাকেও হার মানায়’

নানা চড়াই-উৎরাই আর উৎকণ্ঠা শেষে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। হাজার বছরের জলরাশির দূরত্ব ঘুঁচিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। আজ শনিবার দুপুরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমকালো আয়োজনে কেট কেটে উদযাপনও করে। এই আয়োজনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন পদ্মা সেতুর স্বপ্ন ও গল্প রূপকথাকেও হার মানায়।

তিনি বলেন, ‘এটাতে কোনো সন্দেহ নেই পদ্মা সেতু না হলে কী হতো! বিশ্বব্যাংক বন্ধ করে দিলো, সবাই এটা নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। থেমেও তো যেতে পারতো। তাতে হতোটা কী? এমন কত প্রকল্পই তো হয় না। এটা আমাদের জাতির জন্য লজ্জার একটা বিষয় হতো। এই পদ্মা সেতু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাঙালি জাতির দাসত্বের শৃঙ্খলার শিকল ভেঙে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুর এই স্বপ্ন বা গল্প রূপকথাকেও হার মানায়। এই গল্পের প্রতিটা পাতায় যে নাম লেখা আছে— সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। স্বাধীনতার স্বপ্নটা যেমন একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব ছিল দেখা ও বাস্তবায়ন করা। পদ্মা সেতুও তেমনি একমাত্র বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব, আর কারও পক্ষে না। এটা দ্বিতীয় কেউ চিন্তাই করতে পারে না। এটা আমাদের গৌরব, এটা আমাদের মর্যাদা, এটা আমাদের অহংকার।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়