ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ জিল্যান্ড-বাংলাদেশের সঙ্গে খেলে রসায়ন খুঁজবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৬ জুন ২০২২  
নিউ জিল্যান্ড-বাংলাদেশের সঙ্গে খেলে রসায়ন খুঁজবে পাকিস্তান

অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। যেখানে স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশও।

তিন দলের এই প্রতিযোগিতা থেকে বিশ্বকাপের জন্য সঠিক রসায়ন খুঁজে বের করবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পাকিস্তান। এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

নিউ জিল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার কারণ জানাতে গিয়ে রমিজ রাজা বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমরা নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’

ত্রিদেশীয় সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ৪ অক্টোবর নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তানের ক্রিকেটাররা। ডাবল লিগ পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

এশিয়ার দুই দল পাকিস্তান ও বাংলাদেশের জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দারুণ সুযোগ।

গত বিশ্বকাপে পাকিস্তান দুর্দান্ত খেলেছিল। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছিল। এরপর ধারাবাহিকভাবে নিউ জিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারায়। কিন্তু সেমিফাইনালের বাধা পেরুতে পারেনি বাবর আজমের দল।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় শেষ চার থেকে। এবার কেমন করবে পাকিস্তান? সঠিক রয়াসন খুঁজে অস্ট্রেলিয়ায় বিজয়ের পতাকা উড়াতে পারে কিনা সেটাই দেখার।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়