ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের প্রথম অধিনায়ক হিসেবে পান্ডিয়ার কীর্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৭ জুন ২০২২  
ভারতের প্রথম অধিনায়ক হিসেবে পান্ডিয়ার কীর্তি

ডাবলিনে দুই ম্যাচের সিরিজ জয়ে শুরু করলো ভারত। রোববার প্রথম টি-টোয়েন্টি জিতলো ৭ উইকেটে। এই জয়ে প্রথমবার ভারতকে নেতৃত্ব দেওয়ার পথে অনন্য এক কীর্তি গড়লেন হার্দিক পান্ডিয়া।

এই অলরাউন্ডার তার অধিনায়কত্ব স্মরণীয় করে রাখেন বল হাতে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে এবং ব্যাটিংয়ে ১২ বলে ২৪ রান করে। একমাত্র ডিসমিসালে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে উইকেট নিলেন পান্ডিয়া।

এর আগে বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও ঋষভ পান্ত ভারতের টি-টোয়েন্টি দলে অধিনায়কত্ব করেন। কিন্তু তার কেউই কোনো উইকেট পাননি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ড ৪ উইকেটে ১০৮ রান করে। জবাবে দীপক হুদার ২৯ বলে ৪৭ রান জয়ের কাজ সহজ করে দেয়। ১৬ বল হাতে রেখে ম্যাচ জেতে ভারত।

ম্যাচ শেষে পান্ডিয়া বলেছেন, ‘জয় দিয়ে সিরিজ শুরু করা দারুণ। আমাদের জন্য একটি দল হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ। খুব খুশি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়