ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রোহিতকে অব্যাহতির পরামর্শ শেবাগের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৭ জুন ২০২২  
টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রোহিতকে অব্যাহতির পরামর্শ শেবাগের

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের মতে, টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে অব্যাহতি দেওয়া যেতে পারে। নিজের এই মতামতের পেছনে যুক্তিও দাঁড় করালেন তিনি।

অধিনায়কত্ব পাওয়ার পর ইনজুরি আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ভারতের সবগুলো ম্যাচে খেলতে পারেননি রোহিত। শেবাগ বললেন, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে যদি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে অন্য কেউ থাকে, তাহলে আমি মনে করি রোহিতকে অব্যাহতি দেওয়া যেতে পারে।’

সাবেক ভারতীয় ওপেনারের ব্যাখ্যা, ‘কিছু বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। একটি হলো, রোহিতকে তার বয়স বিবেচনায় ওয়ার্কলোড ম্যানেজ ও মানসিক ধকল সামলে নিতে সুযোগ দেবে। দ্বিতীয়ত, টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নতুন কেউ নিয়োগ পেলে, সেটা রোহিতকে বিশ্রাম নিয়ে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিতে পুনরুজ্জীবিত করতে পারবে।’

তবে টিম ম্যানেজমেন্ট যদি তিন ফর‌ম্যাটের এক অধিনায়ক নীতিতে অটল থাকে, তাহলে রোহিতকেই সবচেয়ে যোগ্য মনে করেন শেবাগ।

শুরুতে রোহিতকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়। পরে বিরাট কোহলিকে সরিয়ে ওয়ানডের দায়িত্বও পান তিনি। কিন্তু কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলে তিন ফরম্যাটেই রোহিতকে নিতে হয় গুরুদায়িত্ব।  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়