ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে খেলবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৮ জুন ২০২২   আপডেট: ১১:৩০, ২৯ জুন ২০২২
ভারতের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে খেলবে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট স্থগিত হওয়ার আগে ইংল্যান্ড ২-১ এ পিছিয়ে ছিল। ওই সিরিজে নেতৃত্বে ছিলেন জো রুট। এক দুর্দশার সময় কাটিয়ে ইংল্যান্ড এখন প্রাণবন্ত। বেন স্টোকসের নেতৃত্বে নিউ জিল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে তারা আত্মবিশ্বাসে ভরপুর। একই মানসিকতা নিয়ে ভারতকে মোকাবিলা করতে চায় ইংল্যান্ড।

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নকে হোয়াইটওয়াশ করার পর এখন ইংল্যান্ডের চোখ ভারতের বিপক্ষে সিরিজ ভাগাভাগি করার দিকে। তিন ম্যাচেই ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে জিতেছে স্বাগতিকরা। একই আগ্রাসী ভূমিকায় তাদের দেখা যাবে গত চ্যাম্পিয়নশিপের রানার্সআপের বিপক্ষেও। এজবাস্টনে শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে স্টোকস বললেন, ‘প্রতিপক্ষ কে সেটা ভাবছি না। আমরা একই মানসিকতা নিয়ে মাঠে নামতে যাচ্ছি।’

ভারত আর নিউ জিল্যান্ড এক নয়, তবুও আত্মবিশ্বাসী অধিনায়ক, ‘অবশ্যই, এটা হতে যাচ্ছে একেবারে ভিন্ন... আলাদা প্রতিপক্ষ, তাদের আক্রমণ ও খেলোয়াড়ও। শেষ তিন ম্যাচে আমরা যেখানে ভালো করেছি সেদিকে মনোনিবেশ করছি এবং শুক্রবার ভারতের বিপক্ষে সেটা চালিয়ে যেতে চাই।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়