ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতি বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৯ জুন ২০২২   আপডেট: ০৭:৩৪, ৩০ জুন ২০২২
প্রতি বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে প্রতি বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজনের একটি প্রকল্প নিয়ে কাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, কমনওয়েলথ গেমস চলাকালে বার্মিংহ্যামে হতে যাওয়া নির্ধারিত আইসিসির বৈঠকে এই ব্যাপারে একটি প্রস্তাব পেশ করবেন বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা।

ওই সূত্র বলেছেন, আইসিসির গত বৈঠকে ভারতকে নিয়ে চার জাতির একটি দ্বিবার্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন রমিজ। কিন্তু অন্যদের বিশেষ করে ভারতের অনাগ্রহের কারণে তা ভেস্তে যায়। এরই বিকল্প হিসেবে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড।

ভারতের সঙ্গে পাকিস্তানের বিদ্যমান রাজনৈতিক ও কূটনীতিক সম্পর্কের কারণে ওই সিরিজ নিয়ে আলোচনা বেশিদূর গড়ায়নি। এবার ভারতকে বাদ দিয়ে তিন জাতির একটি টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করতে চায় পিসিবি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়