ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্কোয়াড ঘোষণার আগেই ওয়ানডে সিরিজ থেকে ছুটি চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৯ জুন ২০২২   আপডেট: ২০:২৬, ২৯ জুন ২০২২
স্কোয়াড ঘোষণার আগেই ওয়ানডে সিরিজ থেকে ছুটি চান সাকিব

‘আমাকে কি স্কোয়াডে রাখা হয়নি… আছি তো।’– ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন কি না, শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট চলাকালে এই প্রশ্নে এটা বলেছিলেন সাকিব আল হাসান। কারণ স্কোয়াডে নাম ছিল তার।

কিন্তু মাস পেরোতেই জানা গেলো ভিন্ন খবর। সাকিব দল ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন না বলে বিসিবিকে জানান। মৌখিকভাবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছ থেকে ছুটি চান। তার ছুটি মঞ্জুর হয়েছে কি না এমন প্রশ্নে বেশ কৌশলী দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

বুধবার বোর্ড সভায় বসেছিলেন পরিচালকরা। সেখান থেকে বেরিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাকিবের সঙ্গে ওইরকমভাবে আমার কথা হয়নি। সাকিব যাওয়ার আগে যে বিষয়টি জানতাম… আমার সঙ্গে না। অন্যদের থেকে জেনেছি, ও টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন বসলো, তখন বললো টেস্ট খেলবে। খেললও তো এবং ওকে অধিনায়ক করা হলো। আমি এটা শুনেছি, ও জালাল ভাইকে বলেছে ওয়ানডে সিরিজ নাও খেলতে পারে। আগেই বলে গেছে। ও এখন পর্যন্ত বোর্ডে আর এটা নিয়ে কথা বলেনি। আজকাল ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারবো। আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু বলেনি। তবে ওটা আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও মৌখিকভাবে বলেছে জালাল ভাইকে।’ 

ছুটি দেওয়ার বিষয়ে নাজমুল হাসান আরও বলেছেন, ‘দেখি... আসলে কী অবস্থা দাঁড়ায়।’ সাকিব যে ছুটি চেয়েছেন তা স্কোয়াড ঘোষণার আগেই রাইজিংবিডিসহ একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। কিন্তু নির্বাচকরা তাকে ঠিকই স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছিলেন। আর না খেলার সিদ্ধান্ত নিয়েও সাকিব স্কোয়াডে নিজের নাম দেখে খেলবেন বলে পুরো প্রক্রিয়াকেই হাস্যকর বানিয়ে ফেলেছেন।

সাকিব এক সাক্ষাৎকারে বেছে বেছে খেলার কথা বলেছিলেন। কম গুরুত্বপূর্ণ সিরিজ, যেগুলো আইসিসি সুপার লিগ বা র‌্যাংকিংয়ের অংশ নয়, সেসব না খেলার কথা বলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে আইসিসি সুপার লিগের অংশ নয়। ফলে দল হারুক বা জিতুক বিশ্বকাপের পয়েন্টে কোনো প্রভাব ফেলবে না। 

এরকম কম গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের জায়গায় এক-দুইজনকে বাজিয়ে দেখা যায়। শুধু সাকিব নন; তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর ক্ষেত্রেও তা প্রযোজ্য।  

বিসিবি ইতিবাচক ভাবনাতেই এগিয়ে যাচ্ছে, নাজমুল হাসান বললেন, ‘আমি মনে করি না (সিনিয়রদের ছুটি কোনো বাজে প্রভাব তৈরি করবে) র‌্যাংকিংয়ের অংশ নয়, সেসব জায়গায় সিনিয়র ক্রিকেটাররা যদি ছুটি চায় তাহলে ভালো। এমনিতে আমরাও নতুন ছেলেদের সুযোগ করে দেওয়ার সুযোগ পাই। এটা তো আমাদের ওপর নির্ভর করে না। আগে জানতে হবে ওদের জায়গায় খেলোয়াড় আছে কি না। সব কিছু চিন্তা করে তারপর। আমাদের ভাবনায় আছে, ওদের তো একটু বিরতি দরকার, কীভাবে দেবো।’

‘সামনের বছর পাঁচটা টেস্ট ম্যাচ। পরের বছর ১৪ টেস্ট। ১৪টা টেস্ট ম্যাচ খেলা এক বছরে। একটা দলের… যাদের বেশিরভাগ খেলোয়াড় আবার ওয়ানডে, টি-টোয়েন্টিও খেলে। আমরা তো এখন থেকেই চিন্তা করছি কী হবে। কীভাবে সেটা ম্যানেজ করবে।’– যোগ করেন বোর্ড সভাপতি।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়