ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এ’ দলের হয়ে ফের ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৯ জুন ২০২২   আপডেট: ২১:০০, ২৯ জুন ২০২২
‘এ’ দলের হয়ে ফের ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেন মুমিনুল

জুলাইয়ে বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। দীর্ঘ দিন পর বাংলাদেশ ‘এ’ দল বাইরে সফরে যাচ্ছে। সচরাচর এই দলে রাখা হয় জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটার ও বাদ পড়া ক্রিকেটারদের। বিশেষ প্রয়োজনে বিশেষ ক্রিকেটারকেও এই দলে যুক্ত করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুমিনুল হককেও এই দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে। মুমিনুল কিছুদিন আগেই জাতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন। অধিনায়কত্ব ছাড়ার এক ম‌্যাচ পরই তাকে একাদশ থেকে ছিটকে পড়তে হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগাতে খেললেও সেন্ট লুসিয়ায় ছিলেন না।

টেস্ট সিরিজ শেষে বাঁহাতি ব্যাটসম‌্যান দেশের বিমান ধরেছেন। তবে জুলাইয়ে অাবার ক‌্যারিবীয় দ্বীপপুঞ্জে যেতে হতে পারে তাকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর মুমিনুলের জন‌্য হবে দারুণ সুযোগ। তার ভাষ‌্য, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে এ দলের সফর) পাঠানোর চিন্তা তো থাকবেই। এগুলো তো আমার পক্ষে বলা কঠিন। আমি তো নির্বাচক, ম‌্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা তো ওর জন‌্য দারুণ সুযোগ হতে পারে।’

২০১৩ সালে মুমিনুলের অভিষেকের পর বাংলাদেশ ৬০ টেস্ট খেলেছে। যেখানে তিনি খেলেছেন ৫৪ টেস্ট। পরিসংখ্যান স্পষ্ট বলে দেয়, বাঁহাতি এ ব্যাটসম্যান দলের জন্য কতটা বড় ভূমিকা রেখেছিলেন। ৫৪ টেস্টে মুমিনুলের রান ৩৫২৯। ব্যাটিং গড় ৩৭.৫৪। সেঞ্চুরি সবচেয়ে বেশি ১১টি। তবে চূড়ান্ত অফফর্মে থাকা মুমিনুল শেষ ১০ ইনিংসের নয়টিতেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। মাউন্ট মঙ্গানুইতে ৮৮ রানের ইনিংসের পর ১২ ইনিংসে তার মোট রান ৭৮! এ সময়ে চার ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি।

তবে নাজমুল হাসানের বিশ্বাস দ্রুতই মুমিনুল ফিরে আসবেন, ‘আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। এতোগুলো টেস্ট সেঞ্চুরি করলো। এতো ভালো একজন ক্রিকেটার। আমরা তাকে শুধু টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টে অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম‌্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে তাহলে ফিরে আসবে। একটা একটু সময়ের ব‌্যাপার।’

শুধু মুমিনুল হক নন সাম্প্রতিক সময়ে যারা রান খরায় আছে তাদের জন‌্য ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে বড় পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি,‘ঘরোয়া ক্রিকেট বিশেষ করে লংগার ভার্সনকে আরো কিভাবে কি (উন্নত) করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে। একটা ওয়ার্কিং কমিটি বসে তিনটা প্রোপোজাল তৈরি করছে। আমাদের কাছে দেবে। এরপর আমরা সেগুলো প্রস্তাবনাগুলো দেখবো। আমি মনে করি, জাতীয় দলের যারা অফফর্মে আছে তারা যদি ঘরোয়া ক্রিকেট খেলে আবার ওখানে যেতে পারত তাহলে খুব ভালো করতো। বিশেষ করে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভালো ক্রিকেটার কিন্তু রানে নেই। উদাহরণ, মুমিনুল।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়