ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দাবায় মাহবুব, সাঁতারে মাজহার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৩ জুলাই ২০২২  
দাবায় মাহবুব, সাঁতারে মাজহার চ্যাম্পিয়ন

‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২’ এ আজ রোববার (০৩ জুলাই) পুরুষদের দাবা ও সাঁতার ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হয়।

দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুব আলম খান বাবু। ফাইনালে তিনি হারিয়েছেন ডেইলি স্টারের রামিন তালুকদারকে। এই ডিসিপ্লিনে ইন্ডিপেনডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুনকে হারিয়ে তৃতীয় হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত জোবায়ের।

এদিকে আইভী রহমান সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন, রানারআপ হয়েছেন যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল আর তৃতীয় হয়েছেন চ্যানেল আইয়ের সাজ্জাদ হোসেন খান।

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল আগামীকাল শেষ হচ্ছে। শেষ দিনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আর্চারি ও শ্যুটিং ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে।

এবারের স্পোর্টস কার্নিভালে রয়েছে— টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আর্চারি ও কলব্রিজ প্রতিযোগিতা। টেবিল টেনিস ও ক্যারমে একক ইভেন্টের পাশাপাশি রয়েছে দ্বৈত ইভেন্টও। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। এছাড়া সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়