ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টি-টোয়েন্টি ক্রিকেট এই কীর্তি শুধু সাকিবেরই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ৪ জুলাই ২০২২   আপডেট: ০৭:১৩, ৪ জুলাই ২০২২
টি-টোয়েন্টি ক্রিকেট এই কীর্তি শুধু সাকিবেরই

উইন্ডসর পার্কে বাংলাদশের ব্যাটসম্যানরা যখন উইকেটের মিছিল নিয়ে আত্মহুতি দিচ্ছে সেখানে ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিজে এসে ছিলেন শেষ পর্যন্ত। সঙ্গে গড়লেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিরল কীর্তি। যাতে শুধু সাকিবেরই নাম।

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২ হাজার রান অতিক্রম করেন সাকিব। এ ছাড়া বল হাতে আগেই ১০০ উইকেট অতিক্রম করেছিলেন। বিশ্ব ক্রিকেটে একমাত্র সাকিবই ২ হাজার রানের পাশাপাশি শতউইকেট নিতে পেরেছেন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪৫ বলে ফিফটি তুলে নেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দশম ফিফটি সাকিবের। তার পরে সর্বোচ্চ ৭টি আছে তামিমের! ফিফটির পরেই ম্যাককয়ের ১৯তম ওভারের শেষ বলে ৬ হাঁকিয়ে ২ হাজার রানের মাইলফলকে নাম লেখান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ বলে ৬৮ রান করে।

সাকিব ৯৮ ম্যাচে ২ হাজার অতিক্রম করেন। ফিফটি ১০টি। গড় ২৩.৩০। স্ট্রাইক রেট ১২০.৯৪। ১০৩ ম্যাচে ১৭০১ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল। সবার আগে মাহমুদউল্লাহ ২ হাজার রান করেছিলেন।

এ ছাড়া টি-টোয়েন্টিতে সাকিবই বিশ্বে সর্বোচ্চ উইকেটের মালিক। ৯৮ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সাকিব এখন সবার উপরে। ৯২ ম্যাচে ১১১ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন দুই নম্বরে। এছাড়া ৬১ ম্যাচে রশিদ খান ১১১ উইকেট নিয়ে আছেন ৩ নম্বরে।

ঢাকা/রিয়াদ/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়