ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীলঙ্কার টেস্ট দলে তিন নবাগত স্পিনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৫ জুলাই ২০২২   আপডেট: ১৩:০৫, ৫ জুলাই ২০২২
শ্রীলঙ্কার টেস্ট দলে তিন নবাগত স্পিনার

ঠিকশানা, ভেল্লালাগে ও মানাসিংহে

সোমবার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার একই ভেন্যুতে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নেই এই দুজন। আর প্রথম টেস্টে উইকেটশূন্য থাকায় ছিটকে গেলেন স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াও। 

এই দুজনের শূন্যস্থান পূরণ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে শ্রীলঙ্কা ডাকলো তিন নবাগত স্পিনার মাহিষ ঠিকশানা, দুনিথ ভেল্লালাগে ও লাকশিথা মানাসিংহেকে। তিনজনের কেউই লাল বলের ক্রিকেট খেলেননি। তাদের মধ্যে অন্তত একজন নিশ্চিতভাবে টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন।

১৯ বছর বয়সী ভেল্লালাগে বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২২.৩৩ গড়ে ৯ উইকেট নিয়ে ছিলেন শীর্ষ উইকেটশিকারী। অভিষেক হলে শ্রীলঙ্কার ব্যাটিংয়েও রাখতে পারেন ভূমিকা। প্রথম টেস্টে ট্র্যাভেলিং রিজার্ভ ছিলেন তিনি। এবার জায়গা পেলেন মূল দলে। ১১ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ভেল্লালাগে ৩০.৭৬ গড়ে নেন ৩৪ উইকেট।

বাঁহাতি ফিঙ্গারস্পিনার ঠিকশানা পাঁচ ওয়ানডেতে মাত্র চার উইকেট নিলেও অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলেছিলেন। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র তিনটি, যার সবশেষ ২০১৮ সালে। সীমিত ওভারের ক্রিকেটে স্পেশালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার টেস্টে অভিষেক হলে সেখানেও নিজেকে প্রমাণ করার তাড়না থাকবে তার।

২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে গত মাসে চার দিনের সিরিজ খেলেন। হাম্বানটোটায় দুই ম্যাচে নেন ১৩ উইকেট।

মঙ্গলবার আইসোলেশন শেষ হচ্ছে প্রথম টেস্টের তৃতীয় দিন করোনায় আক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথুজের। আরেকটি পরীক্ষায় নেগেটিভ এলে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে তাকে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়