ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বকাপে মেসি-রোনালদোরা কোথায় থাকবেন, জানালো ফিফা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ জুলাই ২০২২  
বিশ্বকাপে মেসি-রোনালদোরা কোথায় থাকবেন, জানালো ফিফা

কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য এবার হতে যাচ্ছে ব্যতিক্রমী অভিজ্ঞতা। ৩২ দলের কাউকে এবার ভ্রমণ নিয়ে ঝামেলায় পড়তে হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেলে থাকা-খাওয়া, একই অনুশীলন ভেন্যু ব্যবহার করবে তারা। সবগুলো স্টেডিয়াম একটি অন্যের চেয়ে এক ঘণ্টার মতো দূরত্বে অবস্থিত। সে কারণে এক হোটেলেই থাকার সুযোগ পাচ্ছে দলগুলো।

ফিফা মঙ্গলবার (২৬ জুলাই) এক ঘোষণায় সবগুলো দলের হোটেল ও অনুশীলন ভেন্যু চূড়ান্ত করেছে। ৩২ দলের ২৪টি রাজধানী দোহার কাছাকাছি একে অপরের থেকে কম দূরত্বের মধ্যে থাকবে। 

তবে জার্মানি, মেস্কিকো, পর্তুগাল, সৌদি আরব, ইংল্যান্ড, ডেনমার্ক ও বেলজিয়াম দোহা থেকে কিছুটা দূরে অবস্থান করবে। তবে তাও ভেন্যুগুলো থেকে বেশি দূরে নয়।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রেটেস শো অন আর্থ। খেলা হবে মোট ৮টি স্টেডিয়ামে। প্রতিটি দলকে তাদের প্রথম ম্যাচের অন্তত পাঁচ দিন আগে হোটেলে চেক ইন করতে হবে।

এক নজরে দলগুলোর হোটেল ও ট্রেনিং সাইট

কাতার

বিশ্বকাপ গ্রুপ: এ

হোটেল: আল আজিজিয়ান বুটিক হোটেল

ট্রেনিং সাইট: অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৩

ইকুয়েডর

বিশ্বকাপ গ্রুপ: এ

হোটেল: হায়াত রিজেন্সি ওরিক্স দোহা

ট্রেনিং সাইট: মেসাইমির এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

সেনেগাল

বিশ্বকাপ গ্রুপ: এ

হোটেল: দুহাইল হ্যান্ডবল স্পোর্টস হল

ট্রেনিং সাইট: আল দুহাইল এসসি ২

নেদারল্যান্ডস

বিশ্বকাপ গ্রুপ: এ

হোটেল: দ্য সেন্ট রেজিস দোহা

ট্রেনিং সাইট: কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৬

ইংল্যান্ড

বিশ্বকাপ গ্রুপ: বি

হোটেল: সোক আল ওয়াকরা হোটেল কাতার বাই টিভোলি

ট্রেনিং সাইট: আল ওয়াকরাহ এসসি স্টেডিয়াম

ইরান

বিশ্বকাপ গ্রুপ: বি

হোটেল: আল রায়ান হোটেল দোহা কুরিও কালেকশন বাই হিলটন

ট্রেনিং সাইট: আল রায়ান এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস ১

যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ গ্রুপ: বি

হোটেল: মারসা মালাজ কেম্পিনস্কি, দ্য পার্ল- দোহা 

ট্রেনিং সাইট: আল ঘারাফা এসসি স্টেডিয়াম

ওয়েলস

বিশ্বকাপ গ্রুপ: বি

হোটেল: ডেল্টা হোটেলস সিটি সেন্টার দোহা 

ট্রেনিং সাইট: আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ২

আর্জেন্টিনা

বিশ্বকাপ গ্রুপ: সি

হোটেল: কাতার ইউনিভার্সিটি হোস্টেল ১ 

ট্রেনিং সাইট: ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৩

সৌদি আরব

বিশ্বকাপ গ্রুপ: সি

হোটেল: সিলাইন বিচ, এ মুরওয়াব রিসোর্ট

ট্রেনিং সাইট: সিলাইন ট্রেনিং সাইট

মেক্সিকো

বিশ্বকাপ গ্রুপ: সি

হোটেল: সিমাইসমা, এ মুরওয়াব রিসোর্ট

ট্রেনিং সাইট: আল খোর এসসি স্টেডিয়াম

পোল্যান্ড

বিশ্বকাপ গ্রুপ: সি

হোটেল: ইজদান প্যালেস হোটেল

ট্রেনিং সাইট: আল খারাইতিয়াত এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

ফ্রান্স

বিশ্বকাপ গ্রুপ: ডি

হোটেল: এ লাক্সারি কালেকশন রিসোর্ট অ্যান্ড স্পা, দোহা

ট্রেনিং সাইট: আল সাদ এসসি স্টেডিয়াম

অস্ট্রেলিয়া

বিশ্বকাপ গ্রুপ: ডি

হোটেল: নিউ অ্যাস্পায়ার অ্যাকাডেমি অ্যাথলেট অ্যাকোমোডেশন 

ট্রেনিং সাইট: অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৫

ডেনমার্ক

বিশ্বকাপ গ্রুপ: ডি

হোটেল: রিতাজ সালওয়া রিসোর্ট অ্যান্ড স্পা

ট্রেনিং সাইট: আল সাইলিয়া এসসি ২

তিউনিসিয়া

বিশ্বকাপ গ্রুপ: ডি

হোটেল: উইনধাম গ্র্যান্ড দোহা ওয়েস্ট বে বিচ

ট্রেনিং সাইট: আল ইগলা ট্রেনিং সাইট ৩

স্পেন

বিশ্বকাপ গ্রুপ: ই

হোটেল: কাতার ইউনিভার্সিটি হোস্টেল ৩ 

ট্রেনিং সাইট: কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ১

কোস্টারিকা

বিশ্বকাপ গ্রুপ: ই

হোটেল: দুসিত ডি২ সালওয়া দোহা

ট্রেনিং সাইট: আল আহলি এসসি স্টেডিয়াম

জার্মানি

বিশ্বকাপ গ্রুপ: ই

হোটেল: জুলাল ওয়েলনেস রিসোর্ট

ট্রেনিং সাইট: আল শামাল স্টেডিয়াম

জাপান

বিশ্বকাপ গ্রুপ: ই

হোটেল: রেডিসন ব্লু হোটেল দোহা

ট্রেনিং সাইট: আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ১

বেলজিয়াম

বিশ্বকাপ গ্রুপ: এফ

হোটেল: হিলটন সালওয়া বিচ রিসোর্ট অ্যান্ড ভিলাস

ট্রেনিং সাইট: সালওয়া ট্রেনিং সাইট

কানাডা

বিশ্বকাপ গ্রুপ: এফ 

হোটেল: সেঞ্চুরি প্রিমিয়ার হোটেল লুসাইল

ট্রেনিং সাইট: উম সালাল এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

মরক্কো

বিশ্বকাপ গ্রুপ: এফ

হোটেল: উইনধাম দোহা ওয়েস্ট বে

ট্রেনিং সাইট: আল দুহাইল এসসি স্টেডিয়াম

ক্রোয়েশিয়া

বিশ্বকাপ গ্রুপ: এফ 

হোটেল: হিলটন দোহা

ট্রেনিং সাইট: আল এরসাল ট্রেনিং সাইট ৩

ব্রাজিল

বিশ্বকাপ গ্রুপ: জি

হোটেল: দ্য ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা

ট্রেনিং সাইট: আল আরাবি এসসি স্টেডিয়াম

সার্বিয়া

বিশ্বকাপ গ্রুপ: জি

হোটেল: রিক্সোস গালফ হোটেল দোহা

ট্রেনিং সাইট: আল আরাবি এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

সুইজারল্যান্ড

বিশ্বকাপ গ্রুপ: জি

হোটেল: লে রয়্যাল মেরিডয়ান দোহা

ট্রেনিং সাইট: ইউনিভার্সিটি অব দোহা ট্রেনিং ফ্যাসিলিটিস

ক্যামেরুন

বিশ্বকাপ গ্রুপ: জি

হোটেল: বেনিয়ান ট্রি দোহা অ্যাট লা সিগালে মুশাইরেব

ট্রেনিং সাইট: আল সাইলিয়া এসসি স্টেডিয়াম

পর্তুগাল

বিশ্বকাপ গ্রুপ: এইচ

হোটেল: আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেল

ট্রেনিং সাইট: আল শাহানিয়া এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

ঘানা

বিশ্বকাপ গ্রুপ: এইচ

হোটেল: ডাবলট্রি বাই হিলটন দোহা- আল সাদা

ট্রেনিং সাইট: অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ১

উরুগুয়ে

বিশ্বকাপ গ্রুপ: এইচ

হোটেল: পালম্যান দোহা ওয়েস্ট বে

ট্রেনিং সাইট: আল এরসাল ট্রেনিং সাইট ১

দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপ গ্রুপ: এইচ

হোটেল: লে মেরিডিয়ান সিটি সেন্টার দোহা

ট্রেনিং সাইট: আল ইগলা ট্রেনিং সাইট ৫

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়