ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিঠুনের ব্যাটে থামলো বিপর্যয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৫ আগস্ট ২০২২   আপডেট: ১২:৪৫, ৫ আগস্ট ২০২২
মিঠুনের ব্যাটে থামলো বিপর্যয়

মোহাম্মদ মিঠুন (ফাইল ছবি)

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ‘এ’ দলের সফরের শুরুটা খুব একটা ভালো হয়নি। চার দিনের ম্যাচে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। মোহাম্মদ মিঠুনের ব্যাটে চড়ে থামে সফরকারীদের বিপর্যয়।

সেন্ট লুসিয়ার গ্রস আইসলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দল। চতুর্থ ওভারেই প্রথম উইকেট নেয় তারা। মাহমুদুল হাসান জয় ডাক মারেন। ১৩ বল খেলে মারকুইনো মিন্ডলের শিকার হন এই ওপেনার।

দলীয় ৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর সাইফ হাসানকে নিয়ে সাদমান ইসলাম যখন থিতু হওয়ার চিন্তা করছিলেন, তখন শুরু হয় বিপর্যয়। সাইফকে (২০) কট বিহাইন্ড করেন মিন্ডলে। ১ উইকেটে ৩৬ রান করা বাংলাদেশের স্কোর এক পর্যায়ে দাঁড়ায় ৬৬/৫। ফজলে মাহমুদকে (১) নিজের তৃতীয় শিকার বানান মিন্ডলে।

এরপর সাদমান ইসলাম (১৭) ও জাকির হাসানকে (৭) জাস্টিন গ্রিভস ফেরান। তারপর জাকের আলীকে নিয়ে বিপর্যয় থামান মিঠুন। ১০.৪ ওভারে এই জুটি যোগ করে ২৫ রান। জাকের ৩২ বল খেলে করেন ৩ রান। এরপর মিঠুন ও নাঈম ইসলাম বাকি সময় পার করেন। দুজনের জুটি অপরাজিত ৪৪ রানের।

মিঠুন ৭৯ বলে ৭ চারে ৪২ রানে অপরাজিত। ৪৫ বলে ২৩ রানে খেলছেন নাঈম।

স্বাগতিকদের পক্ষে এই দিন সর্বোচ্চ ৩ উইকেট নেন মিন্ডলে। দুটি পান গ্রিভস। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়