ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিম্বাবুয়েতে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১২ আগস্ট ২০২২   আপডেট: ১১:৪৩, ১২ আগস্ট ২০২২
জিম্বাবুয়েতে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

জিম্বাবুয়ের সফরের জন্য ঘোষিত ১৫ জনের দলে ছিলেন না লোকেশ রাহুল। তবে বোর্ডের চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ায় তাকে নিয়ে দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। ১৬ জনের এই দলের অধিনায়কও তিনি।

আগামী ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে খেলবে ভারত। ওই দলের নেতৃত্বে ফিরছেন রাহুল। আগে এই দলের অধিনায়কত্ব পাওয়া শিখর ধাওয়ানকে করা হয়েছে তার ডেপুটি।

২০২২ সালের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন রাহুল। কিন্তু কুঁচকির ইনজুরিতে জুলাইয়ের শুরুর দিকে ইংল্যান্ড সফর করা হয়নি। 

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগমুহূর্তে করোনায় আক্রান্ত হন রাহুল। তাতে আবার মাঠের বাইরে ছিটকে যান। অবশেষে ফিরছেন জাতীয় দলে, দ্বিতীয় দফায় নেতৃত্ব পেয়ে। এই বছরের শুরুতে তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকায় ৩-০ তে ওয়ানডে হারে ভারত। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়