ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাইফের দৃঢ়চেতা ব্যাটিংয়ে বাংলাদেশের লড়াই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১২ আগস্ট ২০২২   আপডেট: ১২:২১, ১২ আগস্ট ২০২২
সাইফের দৃঢ়চেতা ব্যাটিংয়ে বাংলাদেশের লড়াই

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল লড়ছে। ১ উইকেটে ৬৯ রানে দিন শুরু করা সফরকারীরা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ১৫৭ রানে। লড়াইয়ে দৃঢ়চেতা ব্যাটিং করছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান সাইফ হাসান, অপরাজিত আছেন ৬৩ রান করে।

আগের দিন মাহমুদুল হাসান জয়ের (১৭) উইকেট হারায় বাংলাদেশ। ২২ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম ও সাইফ ২৩ রানে। দিনের ষষ্ঠ ওভারেই এই জুটি ভাঙে সাদমান আউট হলে। ১১৮ বলে ২৫ রান করেন এই ওপেনার।

তারপর একপ্রান্ত ধরে রাখেন সাইফ। অন্য প্রান্ত থেকে ফজলে মাহমুদ (১৪), অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১৪), জাকির হাসান (১৫) তাকে সঙ্গ দেন। এর মধ্যে ফজলের সঙ্গে দিনের সেরা জুটি ছিল ৩৪ রানের।

দিন শেষে সাইফের সঙ্গে অপরাজিত আছেন জাকের আলী। তিনি ১৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। সাইফের ২১৭ বলের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছয়।

উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন কলিন আর্চিবাল্ড। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়