ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড থেকে পদত্যাগ করছেন মেল জোন্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১২ আগস্ট ২০২২  
ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড থেকে পদত্যাগ করছেন মেল জোন্স

ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের পরিচালক হিসেবে আড়াই বছর ধরে কাজ করছেন মেল জোন্স। পাশাপাশি তিনি ক্রিকেট ধারাভাষ্যকার এবং আইনজীবীও। আগামী বছর বোর্ডের বাইরের কাজের জন্য বিদেশে ব্যস্ত সময় কাটাতে হবে, তাই বোর্ড পরিচালকের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই নারী কর্মকর্তা।

পাঁচ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলা জোন্স সিদ্ধান্ত নিয়েছেন, সিএ বোর্ডের পরের নির্বাচনে আর দাঁড়াবেন না। শুক্রবার বোর্ডও এই খবর নিশ্চিত করেছে। তাতে করে আগামী অক্টোবর থেকে এই দায়িত্বে থাকছেন না জোন্স।

তিনি বলেছেন, ‘সিএ বোর্ডে তিন বছর দায়িত্ব পালন করা ছিল সম্মানের। কিন্তু আমার ভবিষ্যৎ কাজের প্রতিশ্রুতি পূরণ করতে আমাকে পরের বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকতে হবে। তাতে করে চলতি বছরের পর আমার সহকর্মী বোর্ড সদস্যদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারবো না।’

ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে মাঝেমধ্যে দেখা যায় জোন্সকে। দেশে ও বিদেশেও একই ভূমিকা রাখেন। এছাড়া খেলায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব উৎসাহিত করতে ভিক্টোরিয়ান সরকারের ‘চেঞ্জ আওয়ার গেম’ উদ্যোগের সঙ্গে কাজ করছেন আইনজীবী হিসেবে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়