ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রাসেল এমপ্লয়ি, বিসিবি এমপ্লয়ার’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৪৫, ২৫ আগস্ট ২০২২
‘রাসেল এমপ্লয়ি, বিসিবি এমপ্লয়ার’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোচ রাসেল ডমিঙ্গোর পেশাদারিত্বের সম্পর্ক এখনও বেশ ভালোভাবে টিকে আছে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তার দাবি, গণমাধ্যমে দুই পক্ষের সম্পর্ক ছেদের খবর ভিত্তিহীন। 

মিরপুরে তিনি বলেছেন, ‘বেসিক্যালি এটা একটা এমপ্লয়ার ও এমপ্লয়ির সম্পর্ক। আমরা রাসেলের এমপ্লয়ার, রাসেল আমাদের এমপ্লয়ি। পেশাদারিত্বের দিকে থেকে এটাই আমাদের সম্পর্ক। কিন্তু ভুল কোনও খবরে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো এড়ানোর জন্য ওর সঙ্গে খোলাখুলিভাবে সব কথা বলেছি।’ 

গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ায় রাসেল নিজেও বিব্রত দাবি করে নিজামউদ্দিন চৌধুরী আরও বলেছেন, ‘রাসেল একটু বিব্রত। গণমাধ্যমে যেসব কথা আসছে (পদত্যাগ নিয়ে) সেগুলো ভিত্তিহীন। ও এভাবে কিছুই বলেনি। অথচ কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করেছে, এভাবে যেন বিষয়গুলো না আসে।’ 

তবে গণমাধ্যমে আসা সকল খবরই ভিত্তিহীন এমনটাও মনে হচ্ছে না বিসিবির প্রধান নির্বাহীর। খোলাখুলিভাবে ডমিঙ্গোর সঙ্গে কথা বলায় বেশ কিছু বিষয়ে পরিষ্কার ধারণা তিনি পেয়েছেন, ‘রাসেল ডমিঙ্গোর সঙ্গে বোর্ডের জটিলতা হওয়ার কোনও সুযোগ নেই। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এমপ্লয়ি। উনি যে বক্তব্য দিয়েছেন সেগুলো অনেকটাই ঠিক না, আবার অনেকগুলো ঠিক। কোনটা ঠিক, কোনটা ভুল সেটা আমরা সামনাসামনি বলতে চাই না। ওর সঙ্গে বসলে আমাদের পরিষ্কার ধারণা হবে। এখন অনেক প্রশ্ন সামনে আসবে। আমি তো এটা বলতে পারি না যে, গণমাধ্যমে সব ভুল এসেছে। কিছু ঠিক আছে। কিছু ঠিক নেই।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়