ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নারী বিশ্বকাপের বাছাইপর্ব: শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৯:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২২
নারী বিশ্বকাপের বাছাইপর্ব: শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্ব উৎরাতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। বাছাইপর্বে খেলার জন্য আজ রোববার (০৪ সেপ্টেম্বর) শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাছাইপর্বে বাংলাদেশসহ মোট আটটি দেশ অংশ নেবে। দুটি দল আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপে খেলবে। ১৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের খেলার সূচি:
১৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্কটল্যান্ড।
২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

বাছাইপর্বে প্রত্যাশিত ফল পেতে বাংলাদেশ দল আবুধাবিতে ক্যাম্প করবে। ৮ সেপ্টেম্বর নারী দল দুবাইতে উড়াল দেবেন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই চলবে নারীদের ক্যাম্প।

বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ জিল্যান্ড।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়