ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়াতে ১২ ক্রিকেটারকে ট্রেনিংয়ে পাঠানোর পরিকল্পনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:১৭, ৬ সেপ্টেম্বর ২০২২
ভারত-অস্ট্রেলিয়াতে ১২ ক্রিকেটারকে ট্রেনিংয়ে পাঠানোর পরিকল্পনা বিসিবির

উন্নত ট্রেনিংয়ের জন্য ভারত ও অস্ট্রেলিয়াতে ১২ ক্রিকেটারকে পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার রাইজিংবিডির সঙ্গে আলাপকালে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, ভারতে সাতজন এবং অস্ট্রেলিয়াতে পাঁচজন ক্রিকেটারকে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১০ সেপ্টেম্বরের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। এই ট্রেনিংয়ে রিশাদ হোসেনসহ একাধিক লেগ স্পিনার, প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান এবং পেস বোলারদের পাঠানো হবে। অস্ট্রেলিয়াতে ট্রেনিংটি হবে মেলবোর্নে। ভারতে বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিড়ের একাডেমিতে যাবেন ক্রিকেটাররা।

লেগ স্পিনার নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ধুকছে। সম্প্রতি রিশাদ হোসেন নেটে ভালো বোলিং করায় তাকে নিয়ে বড় আশা দেখছেন টিম ম্যানেজমেন্ট। এজন্য তাকে ভারতে পাঠানো হচ্ছে আরও ভালো ও উন্নত ট্রেনিংয়ের জন্য। তার সঙ্গী হবেন জাতীয় দলের অফস্পিনার নাঈম হাসানসহ বিসিবির ডেরায় থাকা একাধিক প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার।

অস্ট্রেলিয়াতে প্রাথমিক অবস্থায় তিন পেসারের সঙ্গে দুজন ব্যাটসম্যান পাঠানো হবে। এক-দেড় মাসের ট্রেনিং শেষে তারা আবার ভারতে যাবেন। ভারতে থাকা ক্রিকেটাররা যাবেন অস্ট্রেলিয়াতে। এভাবে বছরে অন্তত ছয় মাস তাদের শুধু ট্রেনিংয়ে রাখতে চান নীতিনির্ধারকরা। ধীরে ধীরে তাদের প্রস্তুত করতে চান আন্তর্জাতিক মঞ্চের জন্য।

‘আমরা পাঁচজনকে পাঠাচ্ছি অস্ট্রেলিয়াতে, সাতজনকে ভারতের রাহুল দ্রাবিড় একাডেমিতে। এদের মধ্যেও অদল-বদল করবো। অস্ট্রেলিয়ায় ব্যাটসম্যান পাঠাবো দুজন। পেসার তিনজন। ভারতে তরুণ লেগ স্পিনার যারা আছে তাদেরকেও পাঠানো হচ্ছে্। রিশাদও যাবে সেখানে। অফস্পিনার নাঈমকেও পাঠাবো। তাকে তো সবাই ভালো বলছে। তাই ওকে আরেকটু ট্রেনিংয়ে পাঠাচ্ছি। প্লাস টেস্ট ব্যাটসম্যানের জন্য ভারতে কয়েকজনকে পাঠাচ্ছি। সব মিলিয়ে তিনজন ব্যাটসম্যান, চারজন বোলার থাকবে। একজন আবার অলরাউন্ডার।’

‘দেড় মাসের ট্রেনিং। তারপর অস্ট্রেলিয়ায় যারা গিয়েছিল তারা ভারতে যাবে। ভারতের ক্রিকেটাররা অস্ট্রেলিয়াতে। এরকম করে ছয়-সাত মাসের ট্রেনিং হলে আমরা ওদের স্পেশাল কেয়ার দিয়ে আস্তে আস্তে খেলানো শুরু করবো। সবাই বলে আমাদের ভালো প্রতিভা আছে। খালি একটু ফাইন টিউনিং দরকার। ওই ফাইন টিউনিংটাই করতে হবে।’

‘ওদেরকে কোচিং করিয়ে নিয়ে এসে অল্প অল্প করে সুযোগ দিয়ে দেখব কি হয়। ওদেরকে হঠাৎ করে নামিয়ে দেব না। আমরা আবার দ্রুত ওদের মাঠে নামিয়ে দেই। এটা কি সম্ভব নাকি যে, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে বলে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বমানের বোলারের বিপক্ষে ভালো করবে। আকাশ পাতাল পার্থক্য।’

নাজুমল হাসান জানিয়েছেন, ভারতে লেগ স্পিনারদের সঙ্গে দেশ থেকে একজন কোচকেও পাঠানো হবে। তার মাথায় শুরুতেই ওয়াহিদুল গনির নাম এসেছে। ক্রিকেটারদের সঙ্গে ওয়াহিদুল গনিও ভারতে উন্নত ট্রেনিং করে দেশে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবেন বলে মনে করছেন নাজমুল হাসান।

‘আমাদের তো লেগ স্পিনার লাগবেই। এজন্য তিনজনকে ভারত পাঠাচ্ছি। ওরা বলেছে, ওদের যে কোচ আছে সবচেয়ে ভালো ভেঙ্কটেশ রাজু ওকে দিয়ে কোচিং করাবে। আমাকে ওরা বলেছে, প্রথমে খেলোয়াড়দের পাঠাতে। ওরা কিছুদিন ট্রেনিং দেবে। তারপর আমাকে, কোচসহ আবার খেলোয়াড়দের পাঠাতে বলেছে। ওরা কোচকে বলে দেবে, খেলোয়াড়দের নিয়ে কি কাজ করতে হবে। তারপর এখানে এসে অনুশীলন করে আবার যাবে। দেখবে উন্নতি হয়েছে কিনা। আমাদের ওয়াহিদুল গনি হতে পারেন।’

‘আমাদের এখন ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এবং দীর্ঘ সময়ের জন্য চিন্তা করতে হবে। টি-টোয়েন্টি ও টেস্টের জন্য চিন্তা করতে হবে। মিনিমাম এক বা দেড় বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়