ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বকাপে ভারতের সাফল্য যে কারণে দেখছেন জয়াবর্ধনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপে ভারতের সাফল্য যে কারণে দেখছেন জয়াবর্ধনে

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের। এই বছরের ইভেন্টের আগে এশিয়া কাপেও হতাশাজনক পরিণতি। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগার কথা তাদের। কিন্তু সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে মনে করেন, ভারত আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলে ভারত ফিরিয়েছে ইনজুরি আক্রান্ত যশপ্রীত বুমরাকে। তিনি ফেরার কারণে বিশ্বকাপে নতুন বলে ভারতের ভাগ্য পাল্টাতে পারে বললেন জয়াবর্ধনে, ‘অবশ্যেই, যশপ্রীতকে না পাওয়া ছিল একটা ফ্যাক্টর। নতুন বলে সে তাদের বড় শূন্যতা পূরণ করে এবং শেষ দিকে। যখন সে অস্ট্রেলিয়ায় ফিরবে, এই সমস্যা কেটে যাবে।’

বিরাট কোহলির সম্প্রতি ফর্মে ফেরাও জয়াবর্ধনেকে ভারতকে নিয়ে আশাবাদী করে তুলছে। এশিয়া কাপে ১০২০ দিনের খরা কাটিয়ে প্রথম ও ক্যারিয়ারের ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান।

জয়াবর্ধনে বলেন, ‘এশিয়া কাপে সে ভালো ব্যাট করেছিল, নিজের সামর্থ্য দেখিয়েছে, বিশেষ করে ওই ব্যাটিং পজিশনে। লাইন আপে স্থিতিশীলতা ও বিরাটের মতো কারও আত্মবিশ্বাস পাওয়া একটা ফ্যাক্টর, প্রতিপক্ষের জন্য এটা হচ্ছে উদ্বেগ। তাকে এভাবে ব্যাট করতে দেখা ভালো। একটি বিশ্বকাপে এই দারুণ খেলোয়াড়দের সেরা ফর্মে থাকা দরকার এবং বিশ্বকাপও এটার দাবি রাখে।’

বিশ্বকাপে মোমেন্টামই সব কিছু বললেন জয়াবর্ধনে, ‘বিশ্বকাপ মোমেন্টামের, বিশ্বকাপ হলো সঠিক সময়ে আপনার সেরাটা খেলা। যদি তাদের খেলা সেই লেভেলে থাকে, আমি মনে করি ভারতের সেটা করে দেখানোর মতো মানসম্পন্ন খেলোয়াড় আছে।’  

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়