ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২২
টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

টি-টেন লিগে দ্বিতীয়বারের মতো তামিম ইকবালকে ব্যাট হাতে দেখা যেতে পারে। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে রয়েছে বাংলাদেশি ওপেনারের নাম।

শুক্রবার এক টুইটে তামিমসহ আরও কয়েকজন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকার কথা নিশ্চিত করেছে টি-টেন লিগ। তারা লিখেছে, ‘সত্যিকারের কিছু হার্ড হিটিংয়ের জন্য কে প্রস্তত? জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রিজা হেনড্রিকস, তামিম ইকবাল ও জেমস ভিন্স আবুধাবি টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন।’

আগামী ২৬ সেপ্টেম্বর হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে বাংলা টাইগার্স বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে নিশ্চিত করেছে। দলটির নেতৃত্বও দেবেন তিনি।

এর আগে তামিম ২০১৭ সালে উদ্বোধনী আসরে খেলেছিলেন পাখতুনসের হয়ে। শহীদ আফ্রিদির নেতৃত্বে ওইবার দলটি সেমিফাইনালেও খেলে। 

প্রথম ম্যাচে তামিম ২৭ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন। ৫ চার ও ৪ ছয়ে সাজানো ছিল তার ওই ইনিংসের টিম শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল দলটি। তিন ম্যাচ খেলে বাঁহাতি ওপেনার ১৭৬.০৯ স্ট্রাইক রেটে করেন মোট ৮১ রান।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে পরের আসর। এই সময়ের মধ্যে ওয়ানডে ও টেস্ট নেই, তামিম ১০ ওভারের এই টুর্নামেন্ট খেলার জন্য পুরোপুরি সময় পাবেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়