ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আমিরাতের বিশ্বকাপ দলে নেই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২২  
আমিরাতের বিশ্বকাপ দলে নেই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই দলে জায়গা করে নিতে পারেননি রোহান মুস্তফা। আমিরাতের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

৫৫ ম্যাচে ৯৮৪ রান ও ৬১ উইকেট নেওয়া রোহানের বাদ পড়া অপ্রত্যাশিত ছিল না। এশিয়া কাপ বাছাইয়েও কেবল কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেন তিনি। এশিয়া কাপের আগে আহমেদ রাজার কাছ থেকে নেতৃত্ব পাওয়া সিপি রিজওয়ান বিশ্বকাপেও থাকছেন দলের অধিনায়ক। 

আমিরাতরে বিশ্বকাপে প্রথম ম্যাচ ১৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। জিলংয়ে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে তারা। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নামিবিয়া। এই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সুপার টুয়েলভে।

আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড- সিপি রিজওয়ান (অধিনায়ক), ভৃত্যু অরবিন্দ (সহঅধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনাইদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শারাফু, আইয়ান খান।

রিজার্ভ- সুলতান আহমেদ, ফাহাদ নওয়াজ, বিষ্ণু সুকুমারান, আদিত্য শেঠি, সাঞ্চিত শর্মা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়